ভূমিকা
১৯৭৮ সালে,একবছরের শান্তিনিকেতন-বাসের সময়ে, প্রায় প্রতিরাতেই কিছু-না-কিছু লিখে রাখবার একটা অভ্যাস হয়েছিল। লিখবার সময়ে জানতাম সেগুলি নিভৃত এবং ব্যক্তিগত ; তাই, যখন-যেমন-খুশি লিখতে কোনো বাধা ছিল না একেবারেই। বছর শেষ হলো, খাতাও হলো শেষ। ফিরে এলাম কলকাতায়।
বছরখানেক পরে, কোনো-একটি লিটল ম্যাগাজিনে যখন প্রতিশ্রুত গদ্যলেখা কিছুতেই লিখে উঠতে পারছি না অনেকরকম সংকটে, নিরুপায় দশায় শেষ পর্যন্ত সেই দৈনন্দিন জার্নাল থেকেই দুটি অংশের অনুলিপি করে দিতে হলো, কাজটাকে নিতান্ত অসংগত জেনেও। কিন্তু তার পর এই হলো যে নানা প্রান্তের ছোটো পত্রিকা থেকে প্রায়ই পৌঁছতে লাগল – কবিতার নয়, প্রবন্ধের নয় – ওইরকম জার্নালেরই দাবি। প্রবন্ধের বদলে জার্নালে এই আকস্মিক আগ্রহ কি এইজন্যে যে পত্রিকাগুলি ছোটো, জায়গা কম ? না কি এজন্যেও যে ভারি প্রবন্ধ পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকে ? কারণ যা-ই হোক, মুদ্রণের জন্য যা লেখা হয়নি তার নির্বাচিত অনেকটা অংশই মুদ্রিত হয়ে গেল। এইভাবে, অক্ষমতার ফল হিসেবে।…
জার্নাল 
শঙ্খ ঘোষ
দে’জ পাবলিশিং
কলকাতা ৭৩
স্বত্ব : শঙ্খ ঘোষ
প্রকাশ : ২৫ বৈশাখ ১৩৯২
দাম : কুড়ি টাকা
প্রকাশক : সুধাংশু শেখর দে
দে’জ পাবলিশিং
১৩ বঙ্কিম চাটুজ্যে স্ট্রিট, কলকাতা ৭৩
মুদ্রক : অরিজিৎ কুমার
টেকনোপ্রিন্ট
৭ সৃষ্টিধর দত্ত লেন, কলকাতা ৬
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	