পরিচালকের নিবেদন
বাংলা ভাষায় বিজ্ঞান ও মানববিদ্যা বিষয়ক গ্রন্থাদি রচনা করিতে হইলে সর্বপ্রথমে লেখক ও সম্পাদকের যে সমস্যার সম্মুখীন হইতে হয়, তাহা হইল পরি ভাষার সমস্যা। বিজ্ঞান ও মানববিদ্যা সম্পর্কীয় গ্রন্থাদি রচনার ইতিহাস আমাদের দেশে খুব দীর্ঘদিনের নয়। উপযুক্ত পরিভাষার অভাবে গ্রন্থকারদিগকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হইতে হয়। তাহা ছাড়া বিভিন্ন লেখক বিভিন্ন প্রকার পরি- ভাষা ব্যবহার করায় পাঠক ও ছাত্রসাধারণের পক্ষেও উহা ঠিকমত অনুসরণ করা কষ্টকর হইয়া উঠে। এদিকে বিশেষ লক্ষ্য রাখিয়াই কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন বোর্ড বিভিন্ন পরিভাষা-সংঘ ও উপসংঘের মাধ্যমে বোর্ডের প্রতিষ্ঠার প্রথম দিক হইতে পরিভাষা-কোষ তৈরী করিয়া আসিতেছেন। ইতিপূর্বেও বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন বিষয়ের উপরে পরিভাষা-কোষ তৈরী হইয়াছে এবং সেইসব পরিভাষা-কোষ অধ্যাপক, লেখক ও ছাত্র-সম্প্রদায় কর্তৃক ব্যবহৃত হইয়া আসিতেছে। আশা করি, বর্তমান গণিতশাস্ত্র পরিভাষা-কোষটি সকলের কাজে আসিবে । এই পরিভাষা-কোষের উপসংঘ নিম্নলিখিত ব্যক্তিদের লইয়া গঠিত হয়…
………………………..
ডঃ আশরাফ সিদ্দিকী
১০ই এপ্রিল, ১৯৭১
গণিতশাস্ত্র পরিভাষা-কোষ
কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন বোর্ড
১০, গ্রীন রোড, ঢাকা — ২
প্রকাশনায় : আবদুল হক
প্রকাশনাধ্যক্ষ
কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন বোর্ড
১০, গ্রীন রোড, ঢাকা-২
প্রথম প্রকাশ : মে, ১৯৭১
তাজুল ইসলাম
বর্ণমিছিল
৪২-এ, কাজী আব্দুর রউফ রোড
ঢাকা-১
মূল্য : দুই টাকা
GANITSHASHTRA PARIBHASHA-KOSH (Terminology of Mathematics) compiled and published by the Central Board for Development of Bengali, Dacca.
Price Rs. 2.00