মুখবন্ধ
ছাব্বিশ বৎসর আগে দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই উপন্যাস রচনা শেষ হয়। তখন ডাল-চালের মত কাগজের দাম এমন অগ্নি-পর্যায়ে ওঠে যে পুস্তক প্রকাশের কথা আর ভাবিনি। এক প্রকাশক দুই বৎসর পরে পাণ্ডুলিপি ফেরৎ দেন। কারণ, অত্যধিক প্রকাশনা-ব্যয়। এই ডামাডোলের মধ্যে আরো উনিশ বৎসর কেটে যায়। পরিবেশনের সৌভাগ্য ঘটে।
বর্তমান সংস্করণও কিছু ইতিহাস-লিপ্ত।
পরে এই পুস্তক জনসমক্ষে কয়েক বৎসর থেকে আর এক
সংস্করণ প্রকাশের ইচ্ছা ছিল। এতদিনে তার সুযোগ ঘটল। পূর্বে পাঠকের কাছ থেকে প্রাপ্ত আন্তরিকতার মত, আশা করি,
উপন্যাস সমাদর লাভ করবে ৷
এবারও এই প্রকাশনার ব্যাপারে ষ্টুডেন্ট ওয়েজের কর্তৃপক্ষ জনাব আলহজ্জ্ব মহাম্মদ হাবিবউল্লাহ এবং তাঁর সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ ওহিদউল্লাহ সাহেব ও ম্যানেজার মহাম্মদ হোসেন সাহেবের সৌজন্য মনে রাখার মত। আমার শুভ কামনা, এই প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হোক।
বর্তমান সংস্করণ সম্পাদনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জনাব আবদুল হাই সাহেবের পরামর্শ-প্রস্তাবাদি আমার পরিশ্রম অনেক লাঘব করেছে, সেই জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু ব্যক্তিগত ভাবে তাঁকে একদিন তা করতে গিয়ে জানলাম, বিনয়ে তিনি বৈষ্ণব। সুতরাং প্রকাশ্যে তাঁকে আর ধর্মচ্যূত করার সাহস আমার নেই। কোন লেখক বা সজ্ঞানে পাপের ভাগী হোতে চাইবে ?
ঢাকা কলেজ, ঢাকা
২২.৬.৬৮
শ. ও
জননী
শওকত ওসমান
ষ্টুডেন্ট ওয়েজ
বাংলাবাজার, ঢাকা
JONONEE By Shaukat Osman Rs. 5.00-
ষ্টডেন্ট সংস্করণ
জুন, ১৯৬৮
প্রচ্ছদ অঙ্কণে : দেবদাস চক্রবর্তী
দাম : পাঁচ টাকা
ষ্টুডেন্ট ওয়েজ, বাংলা বাজার, ঢাকা – ১ হইতে মোহাম্মদ হাবিবউল্লাহ কর্তৃক প্রকাশিত ও রিপাবলিক প্রেস, ২ নং, কবিরাজ লেন, ঢাকা- ১ হইতে এম. চৌধুরী কর্তৃক মুদ্রিত।