পূর্ব কথা
অনেক দিন থেকে বন্ধ-বান্ধব আমাকে ভাষা আন্দোলনের ওপর বই আকারে লেখার জন্য বলছেন। ভাষা আন্দোলনের ওপর লেখার তাগিদ বোধ করলেও, এবং প্রবন্ধ আকারে কিছ, লিখলেও বই আকারে ইতিপর্বে লিখিনি।
এবার বন্ধু সাদেক হোসেন খোকা যখন কেবল তাগাদাই দিলেন না, তাঁর৷ কয়েকজনে মিলে বই ছাপাবার দায়িত্বও নিলেন, তখন বই আকারে লেখার জন্য উদ্যোগী হলাম। বই লেখার ইচ্ছা ও সঙ্কল্প প্রকাশ করায় নজরুল ইসলাম, রশীদ খান, জালিলার রহমান, নজির আহমেদ, দেলওয়ার হোসেন প্রম,খ বন্ধ রা এগিয়ে এসে বই প্রকাশ সম্ভব করেছেন।
ভাষা আন্দোলন সম্পর্কে লেখ৷ সহজ ব্যাপার না। এ সম্পর্কে পর্ণোঙ্গ- ভাবে না হলেও, অনেকেই লিখেছেন। বদরুদ্দীন উমর সাহেব পর্ণোঙ্গভাবে লেখার চেষ্টা করেছেন। ভাষা আন্দোলনের ওপর তিন খন্ডে লেখা ‘পর্বে বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ বইটি তথ্যবহুল ও যথা সম্ভব নিরপেক্ষ। তথ্যের যথার্থ তার জন্য তার ঐ বই থেকে অনেক উদ্ধতি নিয়েছি। তাঁর এত বড় বইতে দা’ চারটা তথ্যের তারতম্য থাকাই স্বাভাবিক। তার পরিবেশিত তথ্যে যেখানে তারতম্য মনে হয়েছে তার উল্লেখ করেছি।
ভাষা আন্দোলনের প্রায় চল্লিশ বছর পর প্রগতিশীল মহলে সেই আন্দোলন সম্পর্কে নানা বিভ্রান্তি ও অজ্ঞতা প্রসতে পরিস্থিতি ও পরিবেশে আমাদের ইতিহাসের অত্যন্ত গুরত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ভাষা আন্দোলন সম্পর্কে— বই আকারে লেখার তাগিদ বেশী ক’রে অনভব করেছি।
আন্দোলনের এই দেশে ভাষা আন্দোলন সর্ব প্রধান বা সবচেয়ে উল্লেখ- যোগ্য, গরত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ বললে হয়তে৷ অত্যুক্তি হবে না। কিভাবে এ রকম একটা আন্দোলন বিজয়ী হয়েছিল তার শিক্ষ। এদেশের ও উপমহা- দেশের সমাজবিদ ও রাজনীতিবিদদের জন্য খুবেই গরত্বপূর্ণ। অসংখ্য কর্মীর মত আমারও রাজনীতিতে হাতেখড়ি এই আন্দোলনের মাধ্যমে ভাষা…
ভাষা ও একুশের আন্দোলন
আবদুল মতিন
ফেয়ারী, ১৯৮৬
স্বত্ব : আদলে মতিন
প্রকাশনায় : নন্দন প্রকাশন
বিএমএ ভবন ১৫/২ তোপখানা রোড, ঢাকা–২
প্রচ্ছদ : কামরূল হাসান
মন্ত্রণে: সপ্তর্ষি মাদ্রায়ণ
২ ওয়্যার ট্রীট, উয়ারী, ঢাকা-৩
মূল্য : দশ টাকা