বায়ান্নর একুশে ফেব্রুয়ারী থেকে বিরাশির একুশে ফেব্রুয়ারী ত্রিশ বছর । ত্রিশ বছর আগে একুশে ফেব্রুয়ারীতে ঢাকার রাজপথে একটি বিত জাতি নতুন করে তার জাতিসত্তা ফিরে পেয়েছিল এবং তার স্বদেশের স্বপ্ন দেখেছিল। সে ঘটনা ও তার তাৎপর্য কে বিগত ত্রিশ বছরেও আমরা যথার্থ ভাবে লিপিবদ্ধ করে উঠতে পারিনি।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারীর একজন সাক্ষী হিসেবে বিরাশির একুশে ফেব্রুয়ারীতে চেষ্টা করেছি সে ইতিহাসকে পুনর্গঠিত করে সংক্ষেপে তুলে ধরতে।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারীর ত্রিশ বছর পরেও বাংলাভাষ৷ প্রকৃত রাষ্ট্রভাষা হয়ে ওঠেনি, এমন কি স্বাধীনতার দশ বছরের মধ্যেও নয়। বাংলাদেশে আবার বাংলাভাষা সংগ্রামের প্রয়োজন দেখা দিয়েছে। ভবিষ্যতে ভাষার সংগ্রামে পর্বে ইতিহাস ও অতীত অভিজ্ঞতা কাজে লাগতে পারে। বায়ান্নর একুশের আবেগ অতীতের মতো ভবিষ্যতেও আমাদের অন- প্রেরণা দিতে পারে।
বাংলা বিভাগ
রফিকুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়
ভাষা আন্দোলন ও শহীদ মিনার
রফিকুল ইসলাম
আনন্দ
১৮৮ মতিঝিল, ঢাকা
প্রকাশ : ২১শে ফেব্রুয়ারী ১৯৮২
প্রকাশক : রোকসানা সুলতানা
আনন্দ
১৮৮, মতিঝিল সার্কলোর রোড, ঢাকা
মুদ্রক :আনন্দ মুদ্রায়ণ
১৮৮, মতিঝিল সার্কলার রোড, ঢাকা
প্রচ্ছদ : কাজী হাসান হাবিব
দাম : বারো টাকা