ভূমিকা
আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সব থেকে বিতর্কিত ব্যক্তি কমরেড জে ভি স্তালিন। এই বিতর্কিত বর্তমান সময়ের নয়। স্তালিনের সময়কাল থেকেই তিনি বিতর্কিত ব্যক্তি। কিন্তু কোন সময়েই এই বিতর্ক একটি নির্দিষ্ট পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কখনও পরিধির বিস্তৃতি ঘটেছে – আবার বিতর্কের মাত্র ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করেছে। তবে যাঁরা স্তালিনের ঘোর বিরোধী, যাঁরা তাঁর বিভিন্ন নীতি ভিন্ন ভিন্ন কৌশলের ঘোর বিরোধিতা করেছেন তাঁরাও এক বাক্যে একথা স্বীকার করেছেন যে, স্তালিনের ভুল সীমাবদ্ধ রয়েছে সমাজতন্ত্র নির্মাণের আদর্শগত, কৌশলগত প্রশ্নে, আর রয়েছে এই সমস্ত প্রশ্ন মীমাংসায় তাঁর ভূমিকার মধ্যে। স্তালিনের কট্টর বিরোধীদের মধ্যে অন্যতম হলেন মানবেন্দ্রনাথ রায়। তাঁর সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডের মর্মবস্তু হলো: সাম্যবাদের স্তর কী হবে, সাম্যবাদে উত্তরণের পথ কী আর সাম্যবাদের পরই বা রাজনৈতিক-সামাজিক ব্যবস্থার কাঠামোটা কী ধরনের হবে। তাঁর চিন্তার কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল ‘বিয়ন্ড কমিউনিজম’। এই প্রশ্নে তিনি লেনিনের বৈজ্ঞানিক সমাজতন্ত্র, স্তালিনের নিরবচ্ছিন্ন শ্রেণীসংগ্রাম এমনকি ট্রটস্কির সর্বহারার বিশ্ব বিপ্লব নীতিরও বিরোধিতা করেন। তাঁর তত্ত্বে প্রধানত প্রাধান্য পেয়েছিল জাতীয় গণ্ডীর মধ্যে সমাজতান্ত্রিক বিপ্লব এবং সমাজতন্ত্র নির্মাণের কৌশল সীমাবদ্ধ রাখা। এম এন রায় স্তালিনের সর্বহারার আন্তর্জাতিকতাবাদের সব থেকে বড় সমালোচক ছিলেন। তিনি তত্ত্বগতভাবে স্তালিনের এই নীতিকে বার বার আক্রমণ করেছেন। এতদ্সত্ত্বেও তিনি স্তালিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন: ‘স্তালিন ছিলেন আমাদের যুগের সব থেকে মহৎ ব্যক্তি।’ একথা লিখতে গিয়ে তিনি একই সঙ্গে আরও বলেছেন: ‘মহৎ ব্যক্তি যে সব সময় ভালো মানুষ হন সেকথা ভাবার কোন কারণ নেই।’ তাহলে দেখা যাচ্ছে, এম এম রায় স্তালিনের কোন তত্ত্ব গ্রহণ করেননি, আবার মানুষ হিসেবেও তিনি স্তালিনকে পছন্দ করতেন না। তবুও রায়ের চোখে স্তালিন মহৎ ব্যক্তি কেন? এর একটিই মাত্র কারণ তত্ত্বগত দিক থেকে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন তার লক্ষ্য হলো সমাজতন্ত্র, আবার মানুষ হিসেবেও তিনি যে বদনামের শিকার হয়েছেন তাঁরও মূলে রয়েছে সমাজতন্ত্র নির্মাণে তাঁর কৌশলগত ভূমিকা। অর্থাৎ স্তালিনকে ঘিরে যে সমস্ত বিতর্ক রয়েছে, উঠেছে যা আজও উঠছে তার কেন্দ্রীয় মর্মবস্তুটাই হলো সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এককথায় স্তালিনকে ঘিরে বা স্তালিনের প্রশ্নে যে সমস্ত বিতর্ক রয়েছে তার সবটাই আদর্শভিত্তিক। আদর্শ বিবর্জিত নয়।…
কমরেড স্তালিনের কাছাকাছি
আলেক্সেই রীবিন
Comrade Staliner Kchhakachhi
প্রকাশকাল : ২৯শে জানুয়ারি
প্রকাশক : অনিল বিশ্বাস
৭৪এ, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ৭০০০১৬
মুদ্রণ : গণশক্তি প্রিন্টার্স (প্রাঃ) লিঃ
৩৩ আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা ৭০০০১৬
প্রচ্ছদ : গণেশ বসু
দাম : ১০ টাকা
কমরেড স্তালিনের কাছাকাছি
স্তালিনের দেহরক্ষী
আলেক্সেই রীবিনের ডায়েরি থেকে
অনুবাদ : শুভেন্দু সরকার