পূর্বভাষ
বিষয়বস্তু শুরু করার আগে আপনাদের অনুমতি নিয়ে কয়েকটি প্রারম্ভিক মন্তব্য করব।
সারা মহাদেশ (ইউরোপীয় ভূখণ্ড—বাংলা অনুবাদক) জুড়ে এখন বাস্তবিকই সংক্রামক-আকারে ধর্মঘট ও মজুরি বৃদ্ধির জন্য ব্যাপক সোরগোল চলেছে। আমাদের কংগ্রেসেও এ প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক সংঘের (Interna- tional Association) নেতা হিসাবে আপনাদের এই একান্ত জরুরী প্রশ্ন সম্পর্কে সুস্থির, সুদৃঢ় মতামত থাকা উচিত। আপনাদের ধৈর্যের উপরে কড়া রকম জবরদস্তি করার ঝুঁকি নিয়েও আমার তরফ থেকে তাই আমি পুরোপুরি এ প্রসঙ্গের অবতারণা করা কর্তব্য বলে বিবেচনা করছি।
সহকর্মী ওয়েস্টন সম্পর্কে গোড়াতেই আর একটা মন্তব্য আমায় করতে হচ্ছে। তিনি শুধু যে আপনাদের কাছে কতগুলি মতামত হাজির করেছেন তাই নয়, প্রকাশ্যে এমন কতগুলি মতামত সমর্থনও করেছেন যেগুলি তাঁর ধারণায় শ্রমিকশ্রেণীর স্বার্থে হলেও শ্রমিকশ্রেণীর কাছে সব চেয়ে বেশি অপ্রিয় বলে তিনি জানেন।* এ-ধরনের নৈতিক নির্ভীকতা প্রদর্শনকে আমরা সবাই নিশ্চয়ই গভীর শ্রদ্ধা জানাব। আমি আশা করি যে আমার রচনার অমার্জিত প্রকাশভঙ্গী সত্ত্বেও এর উপসংহারে তিনি দেখতে পাবেন, তাঁর অভিমতগুলির মূলে যেটুকু যথার্থ অনুধ্যান আছে বলে আমি মনে করি, তার সঙ্গে আমি একমত, যদিও বর্তমান আকারে সে অভিমতগুলিকে আমি তত্ত্বের দিক থেকে ভুল ও কার্যক্ষেত্রে বিপজ্জনক বিবেচনা না করে পারছি না।
এবার, আমাদের সামনে এখনই যে কাজ রয়েছে তাতে আমি হাত দেব।
* ইংরাজ শ্রমিক জন ওয়েস্টন আন্তর্জাতিক শ্রমিক সংঘের সাধারণ সংসদের (General Council of the International Working Men’s Association) সামনে এই অভিমত প্রকাশ করেন যে উচ্চতর মজুরি মজুরদের অবস্থার উন্নতি করতে পারে না এবং ট্রেড ইউনিয়নের প্রভাব ক্ষতিকর বলে বিবেচনা করতে হবে। করতে পারে না এবং ট্রেড ইউনিয়নের –(ইংরেজী সংস্করণের
এর সম্পাদক)।
মজুরি দাম মুনাফা ও পুঁজি
কার্ল মার্কস
মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি অঙ্গ
ভি. আই. লেনিন
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড
প্রথম সংস্করণ : আগস্ট, ১৯৫৪
দ্বিতীয় সংস্করণ : সেপ্টেম্বর, ২০০৫
তৃতীয় সংস্করণ : সেপ্টেম্বর, ২০০৬
চালী প্রকাশক : সলিলকুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড
১২ বঙ্কিম চাটার্জি ষ্ট্রীট
কলকাতা-৭০০ ০৭৩
মুদ্রক : গীতা প্রিন্টার্স
ঝামাপুকুর লেন
কলকাতা – ৭০০ ০০৯
দাম : ২০ টাকা মাত্ৰ