প্রিয় কমরেডগণ
বিগত কয়েকদিন ধরে আমাদের পার্টি এবং তার সঙ্গে একত্রে সমগ্র সোভিয়েত জনগণ ও সারা পৃথিবীতে আমাদের বন্ধুরা ও সমমনোভাবাপন্ন মানুষেরা রাশিয়ার সোশাল-ডেমোক্রাটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেসের ৭০তম বার্ষিকী উদযাপন করছে।
বিপ্লব ও সমাজতন্ত্রের বিজয়ের জন্য মহান সংগ্রামের ইতিহাসে এই ঘটনার উল্লেখনীয় ভূমিকার কথা বোঝা যায়—এক কথায় বলতে গেলে— এই তথ্যের দ্বারা যে, এই কংগ্রেসেই প্রতিষ্ঠিত হয়েছিল বলশেভিকদের পার্টি, আমাদের গৌরবময় লেনিনবাদী পার্টি’।
আজ এই সন্দর অথচ আমাদের নিকট ঘনিষ্ঠ অতীতের দিকে ফিরে তাকালে আমরা মহান লেনিন এবং তাঁর সহযোদ্ধাদের—যাঁরা আমাদের পার্টি, নতুন ধরনের প্রথম পার্টি’ গড়ে তুলেছিলেন এবং যারা প্রতিকল ঘূর্ণিঝড়ের মোকাবিলা করে ১৯০৫ সালের ব্যারিকেড সংগ্রামের মধ্য দিয়ে ১৯১৭ সালের ফেব্রুয়ারী এবং ফেব্রুয়ারী থেকে মহান অক্টোবর বিপ্লবের বিজয়ে পার্টিকে পরিচালিত করেন—তাঁদের কাজের প্রশংসা না করে পারি না।
আজকার এই দিনটিতে স্বয়ং লেনিনের একটি কথা, যা তিনি শতাব্দীর গোড়ার দিকে লিখেছিলেন, মনে না করে পারা যায় না, “আমরা একটি দৃঢ়সংবদ্ধ দল হিসাবে একটি কঠিন খাড়া গিরিপথ দিয়ে এগিয়ে চলেছি, প্রত্যেকে প্রত্যেকের হাত শক্ত করে ধরে । আমরা চারিদিকে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত এবং আমাদের এগোতে হচ্ছে প্রায় সর্বক্ষণ তাদের গুলিগোলা বর্ষণের মধ্য দিয়ে।” সত্যি, শুধুমাত্র প্রকৃতপক্ষে সাহসী ও নীতিনিষ্ঠ মানুষদের পক্ষেই, যারা নিঃস্বার্থভাবে কঠিন পরিশ্রমে অথবা পলিশের অত্যাচারের ভয়ে ভীত নয় এবং যারা শ্রমজীবী…
লেনিনবাদী পার্টির পথ
ক্লাসিক্যাল পাবলিকেশন• কলিকাতা-১৭
The Path of the Leninist Party
( Bengali )
মূল্যঃ এক টাকা পঁচাত্তর পয়সা
প্রকাশক : ক্ল্যাসিক্যাল পাবলিকেশন
৪/৩এ, ওরিয়েন্ট রো, কলকাতা-১৭
মুদ্ৰক : ক্ল্যাসিক্যাল প্রিন্টার্স অ্যাণ্ড পাবলিশার্স 
১৬, সৈয়দ আমির আলি এভেনিউ, কলকাতা-১৭
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	