আমাদের এই সংকলন সোভিয়েত অক্টোবর বিপ্লবের পঞ্চাশৎ বর্ষপূর্তিকে কেন্দ্র করে প্রকাশিত হল। সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব সোভিয়েত দেশের জন্য এনেছে অনাবিল আনন্দের সোভিয়েত মানুষের ধারা, জন্য সূচনা করেছে সাম্যবাদের অখণ্ডনীতি। ১৯১৭ সালের অক্টোবর বিপ্লব যে আদর্শ তুলে ধরেছিল, আজকের সোভিয়েত সেই আদর্শকে রূপায়িত করেছে প্রতিক্ষেত্রে। পঞ্চাশ বছর অতিক্রান্ত প্রায়। মধ্যবর্তী সময়টুকু নিরীক্ষণ করলে দেখা যাবে সোভিয়েত দেশের জনগণ নিজহাতে দেশ গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করে প্রকৃতই তা প্রতিপালন করেছেন সঠিকভাবে। সোভিয়েত অক্টোবর বিপ্লবের মৌল শিক্ষ। আমাদের দেশের জনগণের জন্য প্রয়োজন। পৃথিবীর সকল দেশের মানুষ আজ সোভিয়েত বিপ্লবের মর্ম উপলব্ধি করছে। আমাদের দেশেও এর প্রভাব প্রতিফলিত।
সংকলনটিতে সোভিয়েত দেশের এই পঞ্চাশ বছরের নতুন সমাজ সম্পর্কে নানামুখী আলোচনা সংযোজিত হয়েছে। সোভিয়েত দেশের অগ্রগতির পশ্চাতে যে জনশক্তি সে সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। অক্টোবর বিপ্লবের আদর্শে উজ্জীবিত কবি রচনা করেছেন কবিতা, চিন্তাবিদ লিখেছেন প্রবন্ধ, সুহৃদ রচনা করেছেন আশীর্বাণী। কিন্তু তা সত্ত্বেও ত্রুটি রয়ে গেছে। সমাজতান্ত্রিক সভ্যতার বহুমুখী উৎকর্ষ ও তার বিশ্বজনীনতার সঠিক রূপ ও ধারা পাঠকদের সামনে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভবপর হয়নি।
সংকলন সম্পর্কে পরিশেষে বক্তব্য থাকে এই যে, সোভিয়েত দেশ সম্পর্কে লিখিত নিবন্ধগুলো পর্যায়ক্রমে সজ্জিত করার ইচ্ছা থাকা সত্বেও…
তরঙ্গ
অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লবের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত
তরঙ্গ
৭ নভেম্বর, ১৯৬৭
ঢাকা
প্রকাশ করেছেন : কাজী মোহাম্মদ ইদরিস 
আহ্বায়ক, অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লব উদযাপন কমিটি
২৯, বিজয় নগর, ঢ়াক৷ ২
ছেপেছেন :এসোসিয়েটেড প্রিন্টার্স লিঃ
৩/১, লিয়াকত এভেনিউ,
ঢাকা ১
মূল্য : দুই টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	