নিবেদন
ইউরোপ সফর শেষে দেশে ফেরার পথে করাচী এয়ারপোর্টে স্বল্পকালীন অবস্থানের সময় ভোলার প্রাক্তন এম, পি, ও বিশিষ্ট জননেতা জনাব মোশাররফ হোসেন তালুকদার রাও ফরমান আলীর এ লেখাটি সম্পর্কে আলোচনা শোনেন এবং দেশে ফিরে আমাকে লেখাটি সংগ্রহ করে পড়তে বলেন। লেখাটি যেহেতু রাও ফরমান আলীর, এজন্য আমি বেশী উৎসাহবোধ করিনি। কারণ, আমাদের কাছে এ লোকটির স্মৃতি বড়ো বেদনাদায়ক। বিগত স্বাধীনতা – যুদ্ধে বিভিন্ন কায়দায় বাঙ্গালী নিধনের কাজে যারা ঠাণ্ডা মাথায় নিয়োজিত ছিলেন, সম্ভবতঃ ইনি ছিলেন তাদের শীর্ষে।
বিশ্ব ইতিহাসে এমন অনেক দুর্ধর্ষ জেনারেল গত হয়েছেন, যারা শুধু হুকুম তামিল করার জন্যই যুদ্ধ করেছেন; ব্যক্তিগতভাবে এরা ছিলেন যুদ্ধবিরোধী এবং সংবেদনশীল। এসব কথা ধরা পড়েছে পরবর্তীকালে লিখিত তাদের আত্মজীবনী বা ডায়রীতে, যা পড়ে লোকেরা অভিভূত হয়েছে। রাও ফরমান আলীর চিন্তাধারা ও উপস্থাপনাও ঠিক সে পর্যায়ের কি-না, তা অনুধাবন করার জন্য আমি লেখাটি সংগ্রহে সচেষ্ট হই। পড়ে দেখলাম, লেখাটিতে মুক্তমন ও উদারনৈতিক চিন্তাধারার স্বাক্ষর যেমন রয়েছে, তেমনি রয়েছে উপমহাদেশের ঘটনাবলীর নিরপেক্ষ বিচার বিশ্লেষণ। মোটামুটিভাবে এ লেখাতে আইউব খান থেকে শুরু করে ২৫ শে মার্চ ৭১–এর পূর্ব পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক নেতা ও সামরিক জান্তার কোন্দল, দ্বন্দ্ব ও সংঘাতের অন্তরঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। পাঞ্জাবীদের নির্যাতন এবং বাঙ্গালীদের মুক্তিযুদ্ধের পেছনে মূলতঃ কার গোপন হাত সক্রিয় ছিল ? উপমহাদেশে মানবতার এই অবমাননার পেছনে কার নেপথ্য ভূমিকা ছিল ? -তিনি হলেন, ভূট্টো। সকল ঘটনার কলকাঠি ঘুরিয়েছেন ভূট্টো, আইউব-ইয়াহিয়া ছিলেন তার ক্রীড়নক মাত্র। এ অপ্রিয় সত্য কথাটাই নিঃসংকোচে, নির্বিবাদে বলতে পেরেছেন বলেই এ লেখার প্রতি আমি আকৃষ্ট হই এবং এর অনুবাদ পাঠকদের উপহার দিতে সচেষ্ট হই। এ লেখাতে সুক্ষ্মভাবে আত্মপক্ষ সমর্থন, ভুল তথ্য পরিবেশন ও শেখ মুজিবের জনপ্রিয়তা সম্পর্কে সামান্য কটাক্ষ (যদিও এখানকার লোকেরা এর চাইতে বেশী তার নিন্দা করেছেন) ছাড়া বেশীর ভাগ বক্তব্যই আমাদের জাতীয়তাবাদী দর্শনের অনুকূলে হয়েছে।
লেখাটিতে জুড়ে রয়েছে বিগত দিনের কথা, যার অনেক কিছুই আমাদের জানা, কিছু রয়েছে অজানা। জানা-অজানা সব কথাই মানুষের মনে করতে হয় ইতিহাস এবং ভবিষ্যৎ সচেতনতার প্রয়োজনে। আমাদের অতীত যেহেতু ভুল এবং ত্রুটির ঊর্ধে নয়, এজন্য অনাগত দিনগুলোতে ভুলকে এড়িয়ে চলার জন্য মাঝে মধ্যে পেছনে ফিরে তাকাতে হয়।
এ লেখাটি সম্পর্কে সহৃদয় পাঠকবৃন্দ যদি তাদের মনের প্রতিক্রিয়া আমাদের লিখে জানান, তাহলে পরবর্তী সংস্করণে নামধাম সহ তা সংক্ষেপে প্রকাশ করা হবে।
– মোস্তফা হারুন
ভূট্টো শেখ মুজিব বাংলাদেশ
রাও ফরমান আলীর ডাইরী অবলম্বনে
অনুবাদ : মোস্তফা হারুন
187, North Shahjahar (Khilgaon Railg
Dhaka-1217, Banglac Tel: 838947 Fax :836
সৌখিন প্রকাশনী, ঢাকা
ফোন: ৪১৫২4c
সৌখিন প্রকাশনীর পক্ষে মুরাদ পাশা (স্বপন)
কর্তৃক ৩৫/২, কাকরাইল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ : নভেম্বর ১৯৭৮ ইং
দ্বিতীয় সংস্করণ : ডিসেম্বর ১৯৭৮ ইং
গ্রন্থসত্ব : জাহানারা হারুণ
সূত্র : উর্দু ডাইজেষ্ট (মার্চ, এপ্রিল ও মেত্ত্ব ৭৮ সংখ্যা), প্রথমে রাও ফরমান আলীর
ডাইরী নির্ভর সমুদয় বক্তব্য টেপে বাণীবদ্ধ করে সম্পাদক আলতাফ হোসেন কোরেশী কর্তৃক লিপিবদ্ধ করে উর্দু ডাইজেক্টে প্রকাশ করেন। অনুবাদের অনুমতি সহ অতঃপর সৌখিন প্রকাশনী কর্তৃক ঢাকাতে বাংলাতে প্রকাশিত।
আলোক চিত্র সংগ্রহ : মুরাদ পাশা (স্বপন) ও শহীদুল হক (স্বপন)
প্রকাশনা সহকারী : মুরাদ পাশা (স্বপন)
শাহ গোলাম মুহমুদ (জামাল ) প্রচ্ছদ : সৈয়দ লুৎফুল হক মোঃ ইদ্রিস আলী বিশ্বাস
শফিকুল ইসলাম (হিটলার )
মুল্য : ৪০ টাকা
৫০ টাকা (বাঁধাই)
প্রাপ্তিস্থান : ষ্টুডেন্ট ওয়েজ, বাংলাবাজার, ঢাকা
জাতীয় সাহিত্য প্রকাশনী, বিজয়নগর, ঢাকা