অনুবাদকের কথা
পাক-ভারত উপ-মহাদেশে মোগল শাসন কায়েম হওয়ার পর থেকেই একটা সুষ্ঠু ও সুবিন্যস্ত ঐতিহাসিক যুগের সূচনা হয়। এ যুগেই আবুল ফজলের মতো বিরাট প্রতিভাধর ঐতিহাসিকের আবির্ভাব হয়েছিল এবং নিজামুদ্দীন আহমদ, বায়েজিদ, আবদুল কাদির বদায়ুনী প্রভৃতি ঐতিহাসিকগণও এ যুগেরই বিভিন্ন কাহিনী জগৎকে উপহার দিয়ে গিয়েছেন। আকবর-নামা, তাবাকাতে-আকবরী, তাওয়ারিখে হুমায়ুন ও আকবর, মুন্তাখাবুল্-তাওয়ারিখ প্রভৃতি গ্রন্থে মোগল যুগের যে ঐতিহাসিক চিত্র পাওয়া যায়, এরূপ সুবিন্যস্ত কোন ঐতিহাসিক উপাদান এ উপ-মহাদেশের পূর্ববর্তী কোন যুগে কেউই তুলে ধরতে পারেন নি। গুলবদন বেগমের ‘হুমায়ুন-নামা’, মীর্জা হায়দরের ‘তারিখে-রশীদী’ এবং জওহর আফতাবচীর ‘তাজকিরাতুল-ওয়াকিয়াত’ মোগল যুগেরই আর তিনখানা বিশিষ্ট ইতিহাস-গ্রন্থ । জওহরের এ শেষোক্ত গ্রন্থখানার অনুবাদ নিয়েই আজ আমি দেশের সুধী সমাজের খেদমতে হাজীর হলাম ।
সম্রাট হুমায়ুনের সিংহাসনারোহণ থেকে মৃত্যু পর্যন্ত সময়ের ঘটনাবলীই জওহর তাঁর এ বিশিষ্ট গ্রন্থে বর্ণনা করেছেন। জওহরের বিস্তৃত জীবনেতিহাস সম্পর্কে কোন তথ্যই পাওয়া যায় না। কিন্তু তিনি যে হুমায়ুনের ব্যক্তিগত ভৃত্যদের মধ্যে সর্বাপেক্ষ। বিশ্বাসী ও ঘনিষ্ঠতম ব্যক্তি ছিলেন, সম্রাট যে তাঁকে প্রকৃতই স্নেহ করতেন, নিতান্ত অল্প বয়স থেকেই রাজকীয় খেদমতগারদের দলভুক্ত হয়ে সুদীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে সর্বদা সম্রাটের সান্নিধ্যে থেকে তাঁর সেবার সুযোগ যে তিনি পেয়েছিলেন, জওহর নিজেই স্বীয় গ্রন্থে সেসব কথা নানাভাবে বর্ণনা করেছেন। ফার্সী ভাষায় পানীয় জলের পাত্রকে ‘আতাবা’ বলা হয়। ‘আফ্তাবচী’ হিসেবে সম্রাটের পানীয় জলের পাত্র বহন ক’রে জওহরকে সর্বদা তাঁর সঙ্গে সঙ্গে থাকতে হতো এবং এরূপেই হুমায়ুনের সংগ্রামবহুল জীবনের প্রায় সকল ঘটনাই প্রত্যক্ষ করার ও জানার সুযোগ তাঁর হয়েছিল। এ জন্যেই সম্রাট হুমায়ুনের শাসন- কাল সম্পর্কে জওহরের প্রদত্ত বিবরণকেই অধিকতর প্রামাণ্য বলে ঐতিহাসিকগণ গ্রহণ করেছেন। এমন কি, কোন কোন ইতিহাসবেত্তা এমন কথ৷ পর্যন্ত বলেছেন যে, হুমায়ুনের সংগ্রামী জীবনের অধিকাংশ বিবরণ জওহরের গ্রন্থ থেকেই গ্রহণ…
তাজকিরাতুল-ওয়াকিয়াত
(সম্রাট হুমায়ুনের কাহিনী)
জওহর আফতাবচী
চৌধুরী শামসুর রহমান অনূদিত
কেন্দ্রীয় বাঙলা-উন্নয়ন-বোর্ড
১০, গ্রীন রোড (গ্রীন স্কোয়ার)
ঢাকা-২
প্ৰকাশক : আবদুল কাদির
প্রকাশনাধ্যক্ষ
কেন্দ্রীয় বাঙলা-উন্নয়ন-বোর্ড
১০, গ্রীন রোড (গ্রীন স্কোয়ার ), ঢাকা -२
মুদ্রাকর : এস. হক
এ্যাবকো প্রেস
৬।৭ আওলাদ হোসেন লেন, ঢাকা-১
দাম : চারি টাকা মাত্র
Reviews
There are no reviews yet.