অনুবাদকের কথা
ভিয়েতনাম আজ দেশ ও কালের গণ্ডী অতিক্রম করে মুক্তিপিপাসু মানুষের কাছে পরিণত হয়েছে একটি প্রতীকে। সেই ভিয়েতনামের মুক্তি- সংগ্রামের ইতিহাস বিধৃত করেছেন কমরেড গিয়াপ। যিনি নিজেই এক বিস্ময়- কর ব্যক্তিত্ব। আইনের ছাত্র হয়েও মূলতঃ তাঁরই নেতৃত্বে ভিয়েতনামের জনগণ এক অভূতপূর্ব যুদ্ধ-প্রতিভার পরিচয় রেখেছে। কমরেড গিয়াপ নিজেই রণনীতি এবং রণকৌশল সম্পর্কে এই বইতে লিখেছেন। তিনি বর্তমানে উত্তর ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী। সে হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। জেনে রাখা ভালো—এই বইটি মার্কিন সাম্রাজ্যবাদের অন্যতম সামরিক শিক্ষা- প্রতিষ্ঠান ফোর্ট লিভেন ওয়ার্থে অবশ্য পাঠা। অবশ্য, তাদের দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ বিপরীত । `সে যাঁই হোক, পশ্চিমাংলার এই পরিস্থিতিতে, এই বইটির মূল্য অনেক।
পরিশেষে বলতে চাই, বইটি লিখতে ঘরের ও বাইরের অনেকের সক্রিয় সাহায্য ও উপদেশ পেয়েছি। প্রথাসিদ্ধ কায়দায় মাম উল্লেখের প্রয়োজন দেখিনা। তাদের সকলকে ধন্যবাদ জানাই।
১লা মে, ১৯৭৩
বাসব দাগগুপ্ত
জনযুদ্ধ ও গণফৌজ
মূল রচনা- ভো নগুয়েন গিয়াপ
অনুবাদ : বাসব দাশগুপ্ত
নবজাতক প্রকাশন
৫৬৪, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা-৭
দ্বিতীয় মুদ্রণ : ১লা মে, ১৯৭৩
তৃতীয় মুণ : ১শে ফেব্রুয়ারী, ১৯৯১
প্ৰকাশক : মজহারুল ইসলাম
এ৬৪ কলেজ স্ট্রীট মার্কেট
কলিকাতা
মুদ্রক : শ্রীরবীন্দ্রনাথ ঘোষ
নিউ মানস প্রিন্টিং
১/বি, গোয়াবাগান স্ট্রীট
কলিকাতা – ৭০০০০৬
প্রচ্ছদ শিল্পী : খালেদ চৌধুরী
মূল্য : পঁচিশ টাকা মাত
Dinesh Choudhary –
Very good