বিশ্বসাম্যবাদী আন্দোলনের বর্তমান অবস্থায় শ্রমিকশ্রেণীর সামনে যে সব প্রশ্ন দেখা দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে এঙ্গেলসের জীবন সংগ্রাম ও শিক্ষা অনুধাবন করা অত্যন্ত জরুরী। বিশেষতঃ শোষকশ্রেণী আজ যখন পরিকল্পিতভাবে মার্কসবাদের মহত্ত্ব ও সর্বহারাশ্রেণীর মহান নেতা ও শিক্ষকদের ঐতিহাসিক ভূমিকাকে বিকৃত এবং তাঁদের চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সেই মুহূর্তে এঙ্গেলসের জীবনসংগ্রাম ও শিক্ষার যে অতি সংক্ষিপ্ত রূপরেখা এই পুস্তিকায় তুলে ধরা হয়েছে তা শোষকশ্রেণীর মিথ্যা প্রচারের জাল ছিন্ন করতে এবং শ্রমিকশ্রেণীর সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে – এই আমাদের দৃঢ় বিশ্বাস।
ফ্রেডরিক এঙ্গেলস
জীবনসংগ্রাম ও শিক্ষা
সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া
এস ইউ সি আই কেন্দ্রীয় কমিটির পক্ষে শংকর সিং কর্তৃক ৪৮, লেনিন সরণী, কলকাতা ৭০০০১৩ হইতে প্রকাশিত এবং গণদাবী প্রিন্টার্স এ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, ৫২বি ইন্ডিয়ান মিরর স্ট্রীট, কলকাতা ৭০০০১৩ হইতে মুদ্রিত।
মূল্য : পাঁচ টাকা