ভারতের নিম্নবর্গের মানুষের মানবিক অধিকারের জন্য যে সমস্ত মানুষের অবদান আজ তথাকথিত বর্ণহিন্দু ঐতিহাসিকরা অস্বীকার করছেন, সেই মহান নেতা স্বর্গীয় যোগেন্দ্র নাথ মণ্ডলের সুপুত্র জগদীশবাবু। আম্বেদকর, ফুলে, পেরিয়ার রামস্বামী, বিরসা মুণ্ডা, সিধু-কানু, রাইচরণ সরদার, রাজকিশোর মাহাতো প্রমুখদের সঙ্গে একই পংক্তিতে অবস্থান যোগেন্দ্র নাথ মণ্ডলের।
জগদীশ বাবুর মতে—“আজকে কমিউনিষ্ট দলভুক্ত নন বলে অপরপক্ষ সমাজবাদ প্রতিষ্ঠা করতে পারবেন না বলে যারা প্রচার করেন, তাদের উদ্দেশ্যে অকপটে বলা চলে যে, ভারতের কমিউনিষ্টরা সত্যিকারের কমিউনিষ্ট নয়। কেননা—ভারতের সংস্কারাধীন চরিত্র বলে আজ যারা অপুষ্ট কমিউনিষ্ট তাদের দ্বারা আসল ‘কমিউনিজম’ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।” ৩০ মে ২০০৮ আনন্দবাজার পত্রিকাতে লিখেছিলাম ‘বামফ্রন্ট না ব্রাহ্মণ্যফ্রন্ট’ শীর্ষক একটি লেখা। কার্লমার্কসের দর্শন ভারতের মত কয়েক হাজার বছরের জাতি-বর্ণ বিভক্ত সমাজে প্রযোজ্য হতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের কা (কায়েস্থ), বা (বামুন), ব (বৈদ্য) জোট অর্থাৎ ‘কাবাব’ জোট তা অস্বীকার করছে ‘মার্কসবাদী মুখোসে। সাধু সাবধান ।
পশুপতি প্রসাদ মাহাতো
ভারতের কমিউনিষ্ট (মার্কসবাদী) চিন্তাধারা
তার পরিণতি
জগদীশ চন্দ্র মণ্ডল
প্রথম প্রকাশ : ১ জানুয়ারী ২০১২
স্বত্বাধিকারী : লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
মুদ্রণ : বিভূতি প্রিন্টিং ওয়ার্কস্ ৩১/১এ, নবীন চাঁদ বড়াল লেন, কলকাতা-৭০০০
ফোন : ২২১৯-৬৮৩৮ / 9874834364
প্রাপ্তিস্থান : “শান্তিনিবাস”
৪নং নিবেদিতা সরণি ফাস্ট লেন,
কলকাতা-৭০০152
ফোন : 2432-0679
সহায়ক মূল্য : ২৫ টাকা