পার্টি’র শিক্ষালয় আজ থেকে খুলছে। আমি এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমাদের পার্টি’র কাজকর্মের পদ্ধতির সমস্যা সম্পর্কে আমি কিছু বলতে চাই।
একটি বিপ্লবী পার্টি’র অবশ্য-প্রয়োজন কেন? বিপ্লবী পার্টি’ অবশ্য-
প্রয়োজনীয় এই জন্য যে পৃথিবীতে শত্রুরা জনগণের উপর পীড়ন চালাচ্ছে এবং জনগণ শত্রুপীড়নের হাত থেকে মুক্ত হতে চায়৷ পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদী যুগে ঠিক কমিউনিস্ট পার্টি’র মত একটি বিপ্লবী পার্টি চাই। এ রকম একটি পার্টি ছাড়া জনগণের পক্ষে শত্রুর উৎপীড়ন দুর করা অসম্ভব। আমরা হচ্ছি কমিউনিষ্ট শত্রুকে উৎখাত করার কাজে জনগণকে আমরা নেতৃত্ব দিতে চাই এবং সেই জন্যেই আমাদের পার্টি কর্মীদের তৈরী রাখতে হবে, আমাদের এক তালে পা ফেলে এগোতে হবে। আমাদের সৈন্যরা হবে বাছাই করা সেরা আর আমাদের অস্ত্রগুলো হবে উৎকৃষ্ট জাতের। এই শর্ত গুলো ছাড়া শত্রুকে উৎখাত করা যাবে না।
আমাদের পার্টি’র সামনে এখন সমস্যা কোনটি? পার্টি’র সাধারণ কর্মনীতিটি সঠিক হয়েছে এবং তা নিয়ে কোন সমস্যা নেই, পার্টি’ কাজকর্ম ফলপ্রসূ হয়েছে। পার্টি’তে কয়েক লক্ষ সভ্য রয়েছেন যারা শত্রুর বিরুদ্ধে দারুণ কঠিন ও তিক্ত বহু লড়াইয়ে জনগণকে পরিচালনা করেছেন। এ ব্যাপারটি সবার কাছে পরিস্কার এবং সমস্ত সন্দেহের অতীত।
পার্টির কাজের পদ্ধতির ত্রুটি সংশোধন করুন
মাও সেতুঙ
প্রকাশক : রফিক সন্যামত
পদ্মা প্রকাশনী
৪০, হাটখোলা রোড, ঢাকা-৩
প্রথম প্রকাশ : জানুয়ারী, ১৯৭০
মূল্যঃ পঞ্চাশ পয়সা
মুদ্রণে : এ, জব্বার ভেনাস প্রিন্টিং প্রেস
জুটি খোলা রোড, ঢাকা – ৩