‘মাটি-ঘেঁষা মানুষ’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অসম্পূর্ণ উপন্যাস। যেটি সম্পূর্ণ করেছিলেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়। পাঠকমাত্রই প্রশ্ন উঠতে পারেÑ একজন লেখকের অসম্পূর্ণ উপন্যাস (তাও আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের) আরেকজন লেখক কিভাবে সম্পূর্ণ করেন! মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাশৈলী-পদ্ধতি খুবই দুরুহ। এই ধরনের লেখার সাথে কেউ যদি একনিষ্ঠভাবে পরিচিত না হন এবং লেখার মধ্যে নিজেকে আরাধ্য সাধনায় না নিয়ে যান, তাহলে কোনোভাবেই সম্ভব না মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাকে আয়ত্ত¡ করা। সুধীরঞ্জন মুখোপাধ্যায় একনিষ্ঠভাবে অধ্যয়ন করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সকল রচনাকে। শুধু নিজের চেতনা দিয়ে অধ্যয়নই নয়, মানিক বন্দ্যোপাধ্যায়কে বোঝার জন্য তাঁর চেতনা ধারণ করে বুঝতে চেয়েছিলেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়। তারই ধারাবাহিকতায় ‘মাটি-ঘেঁষা মানুষ’ অসম্পূর্ণ উপন্যসটিকে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন তিনি। উপন্যাসের বাকি অংশটুকু এমনভাবে সম্পূর্ণ হলো যে, এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ।
Author: মানিক বন্দ্যোপাধ্যায়
Publisher: বিপ্লবীদের কথা প্রকাশনা