ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য যে সকল মহান ব্যক্তি, বিপ্লবী, লড়াকু যোদ্ধা জীবন উৎসর্গ করেছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম। অহিংসায় নয়, উদারতায় নয়, শক্তি প্রয়োগ করেই ব্রিটিশকে ভারত থেকে তাড়াতে হবে- এই মন্ত্রকে ধারণ করে তিনি আমৃত্যু লড়াই-সংগ্রাম চালিয়েছেন ব্রিটিশ শাসন-শোষণের বিরুদ্ধে। ভারতের যুব সম্প্রদায়কে নেতাজী বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’। উপমহাদেশে সশস্ত্র বিপ্লববাদীদের সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে কারণে বিপ্লবী যোদ্ধারা তাকে নেতাজী বলে সম্বোধন করতেন। তিনি এ উপমহাদেশের স্বাধিকার আন্দোলনেরও অন্যতম প্রবক্তা ছিলেন।
নেতাজীকে নিয়ে অসংখ্য লেখা ও বই রচনা হয়েছে। তার মধ্যে অমলেশ ত্রিপাঠির ‘নেতা থেকে নেতাজি’ একটি অসাধারণ লেখা।
নেতা থেকে নেতাজি
লেখক: অমলেশ ত্রিপাঠী
প্রকাশক: বিপ্লবীদের কথা প্রকাশনা
প্রথম প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৩
প্রচ্ছদ: মেহেদী বানু মিতা
আইএসবিএন: ৯৭৮-৯৮৪-৯০৭৮৯-০-৬
মূল্য: ৮০