১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ ‘রাইটার্স বিল্ডিং’ আক্রমণ করে সিম্পসন, মি. নেলসন, আলবিয়ান মার, মি. ক্রেগ ও সহকারী ইনসপেক্টর জেনারেল মি. জোনসের কানের মধ্যে বুলেট দিয়ে যথাযোগ্য আওয়াজ পৌছে দেন।
ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎস্বর্গকারী সেই তিন কিংবদন্তী বিপ্লøবীর জীবনালোচনা রয়েছে ‘বিনয়-বাদল-দীনেশ’ বইটিতে। বিনয়-বাদল-দীনেশ সম্পর্কে কয়েকজন লেখককের লেখা নিয়ে এই বইটি সম্পাদনা করা হয়েছে। এই লেখাগুলোর বানানরীতি লেখকের লেখা অনুযায়ী রাখা হয়েছে। বিপ্লøবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত তিনজনই রাইটার্স ভবন হামলার ঘটনায় যুক্ত ছিলেন এবং তিন জনেরই শৈশবের মানস গঠনের সময় ও স্থান একই। যে কারণে প্রতিটি লেখায় তিন জনের জীবনীতে অনেকাংশে মিল রয়েছে।
বিনয় বাদল দীনেশ
শেখ রফিক
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তিভবন নিচতলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
প্রথম প্রকাশ : ২৬ জুন ২০১৩
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮৬৭৫-৩৪-২
মূল্য : ১০০ টাকা
ই-বুক মূল্য : ২০ টাকা