ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত সংগ্রামী, বিপ্লবী জীবনবাজী রেখে লড়েছেন, তাঁদের ইতিহাস আজকের তরুণপ্রজন্ম কতটুকুই বা জানে? আর জানবেই বা কি করে, ইতিহাসে যদি ইতিহাস না থাকে- তাহলে না জানা দোষের কিছু নয়। ইতিহাসকে লিপিবদ্ধ করে মানুষের কাছে নিয়ে যেতে হয়। আর সেই নিয়ে যাওয়ার কাজটা স্বাধীনতার এত বছর পরেও সম্পূর্ণ হয়নি। 
ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা অগ্রভাগে ছিলেন, তাঁদের জীবনসংগ্রাম নিয়ে কমবেশী লেখালেখি হয়েছে। 
কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে নিবেদিত কত অজানা মা-বাবা-ভাই-বোন-আত্মীয়-স্বজন-পাড়া-প্রতিবেশী-বালক-বালিকা তাদের বুদ্ধি, বিচক্ষণতা, সহযোগিতা, আশ্রয়দান ও বিপদের ঝুঁকি নিয়ে বিপ্লবীদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন, পুলিশের আক্রমণ থেকে রক্ষা করেছেন, গোপনে বিপ্লবীদের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন- এই সমস্ত অনামী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তেমন কোন ইতিহাস রচিত হয়নি। 
স্বদেশপ্রেমের এই ইতিহাসের তথ্য যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে না থাকে, তাহলে সে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। 
‘যা ইতিহাসে নেই’ বইটিতে বিমল মিত্র কিছুটা সেই অজানা ইতিহাস তুলে ধরেছেন। স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের সেই অজানা অংশটি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’ বইটি প্রথম সংস্করণ প্রকাশ করছে। 
বইটির বানান রীতি হুবহু রাখা হয়েছে।
শেখ রফিক
নভেম্বর ২০১৪
যা ইতিহাসে নেই
বিমল মিত্র
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তিভবন নিচতলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
প্রকাশকাল : নভেম্বর ২০১৪
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১২৫৬-১-৭
মূল্য : দুইশত টাকা
ই-বুক মূল্য : ৩০ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	