হো চি মিন। বিপ্লবী হো চি মিন। হো চি মিন তাঁর আসল নাম নয়, এটি তাঁর ছদ্ম নাম। তাঁর প্রকৃত নাম নগুয়েন থাট থান। কমরেড হো চি মিন রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিলেন। ছোট সময় তাঁকে আদর করে ‘আঙ্কেল হো’ বলে ডাকা হতো। 
ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা কমরেড হো চি মিন। তাঁর নেতৃত্ব ও অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ভিয়েতনামের জনগণ মার্কিন সাম্রাজ্যবাদকে বিতাড়ন করে। বিপ্লবী গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হো চি মিন। ১৯৪৫-১৯৬৯ সাল পর্যন্ত তিনি ভিয়েতনামের বিপ্লবী প্রেসিডেন্ট ছিলেন। আমৃত্যু লড়াই করেছেন শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। 
সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা মার্কস-এঙ্গেলসের তত্ত্ব প্রয়োগে নিজেকে নিয়োজিত করেন। আন্তর্জাতিক কমিউনিজম ও জাতীয় মুক্তি আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা। এশিয়া ভূখণ্ডে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। 
মার্কস এঙ্গেলস লেনিন স্ট্যালিন ও মাও সে তুঙয়ের পরে হো চি মিনের নামটি উচ্চারিত হয়। বিশ্বের মানুষের কাছে তিনি বিপ্লবের অন্যতম প্রতীক।
ভিয়েতনাম বিপ্লবের ইতিহাস সম্পর্কে বিপ্লবী হো চি মিনের লেখা নিয়ে কমল চৌধুরী সম্পাদিত ‘সমাজতান্ত্রিক মানুষ হো চি মিন’ বইটি সমাজ পরিবর্তনের লড়াকু সহযোদ্ধাদের জানা অতীব প্রয়োজন। সেই গুরুত্ব বিবেচনা করে ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’ বইটি প্রথম মুদ্রণ প্রকাশ করছে।
শেখ রফিক
নভেম্বর ২০১৪
সমাজতান্ত্রিক মানুষ: হো চি মিন
কমল চৌধুরী
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তি ভবন নিচ তলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
প্রকাশকাল : নভেম্বর ২০১৪
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
মেকআপ : বিপ্লবীদের কথা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১২৫৬-৭-৯
মূল্য : ১৭০ টাকা
ই-বুক মূল্য : ৩০ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	