Summary
									Book Details
							Summary
					বাঙ্গালা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ- রচিত অমূল্য অবদান সকলেরই সুপরিচিত। এই সাহিত্য তিনি যে পরিমাণে সমৃদ্ধ করিয়া গিয়াছেন তাহা প্রায় তুলনা রহিতই বলা চলে। সাহিত্য ক্ষেত্রে অন্য কোন দেশে এরূপ সর্ব্বতোমুখী প্রতিভার দৃষ্টান্ত আছে কিনা তাহা বলা কঠিন এবং থাকিলেও তাহা বিরল। বিশ্ব-সাহিত্যে বাঙ্গালা আজ যে উচ্চ স্থান অধিকার করিয়াছে তাহা প্রধানতঃ রবীন্দ্রনাথেরই প্রচেষ্টার ফল বলিলে অন্যায় হয় না।
Book Details
					রবীন্দ্র-সাহিত্য পরিচয়
ডক্টর তমোনাশ চন্দ্র দাশ গুপ্ত
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রণীত
১০, কলেজ স্কোয়ার স্থিত
মডার্ণ বুক এজেন্সির পক্ষ হইতে
শ্রীদীনেশ চন্দ্র বসু কর্তৃক প্রকাশিত।
মূল্য : এক টাকা আট আনা মাত্র।
প্রথম প্রকাশ : ২৩ শে জুন ১৯৫৬
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	