রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের জীবনস্মৃতি বহু পূর্ব্বেই বাঙ্গালা ভাষায় অনূদিত হওয়া উচিত ছিল। এই মহাপুরুষের অমূল্য জীবনী কোন বিশিষ্ট সাহিত্যিক যদি মাতৃভাষায় রূপান্তরিক করিতেন তাহা হইলে পুস্তকখানির মর্যাদা রক্ষা হইত এবং সঙ্গে সঙ্গে বাঙ্গালা সাহিত্যেরপরিপুষ্টি লাভ হইত। আমি সাহিত্যিক নহি সাহিত্যামোদী মাত্র। সেইজন্য আমার রচনায় যথেষ্ট ত্রুটি আছে এবঙ আমার অনুবাদ মূল পুস্তকের সহিত সর্বত্র সামঞ্জস্য রক্ষা করিতে পারে নাই। অনুবাদে প্রবৃত্ত হইবার পূর্ব্বেই আমি আমার অক্ষমতা সম্বন্ধে সচেতন ছিলাম, তথাপি এই গুরুতর দায়িত্ব গ্রহণ করিলাম।
মহাজাতি গঠন পথে
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের জীবন-স্মৃতি
(স্বর্গীয় স্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখিত A Nation in making গ্রন্থের আনুবাদ)
শ্রীঅমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়,
এম.এ. এম. এল পরাণরত্ন, কর্তৃক অনূদিত।
শ্রীযোগেশচন্দ্র চৌধুরী, এম. এ. বার-এটল, কর্তৃক সম্পাদিত।
উইকলি নোটস প্রিন্টিং ওয়াকস, ৩ নং হেষ্টিংস ষ্ট্রীট কলিকাতা হইতে
শ্রীহরিদাস ঘোষ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত।
প্রথম প্রকাশ: ১৯৪৪