বাংলায় উপন্যাসের তত্ত্ব-বিষয়ক আলোচনা যথেষ্ট হয়নি, বর্তমান পুস্তকে তার অভাব পূরণের কিছু চেষ্টা করা হয়েছে। বলা বাহুল্য উপন্যাসের যে তত্ত্ব এখানে উপস্থাপিত করা হয়েছে তা নতুন নয়, অথচ এক অর্থে নতুনও বটে: কারণ এখানে কেবল অন্য সমালোচকের নানা উক্তির সার-সংকলনের চেষ্টা করা হয় নি, বিভিন্ন সৃষ্টিশীল লেখক ও আলোচকের মতামত বিশ্লেষণ করে কিছু কিছু সিদ্ধান্তে আসা হয়েছে, যদিও সেই সিদ্ধান্ত অনড় বা অটল নয়, এবং তা উপন্যাসতত্ত্বের শেষ কথাও নয়। উপরক্ত সেই সিদ্ধান্তসমূহ বাংলা উপন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , মানিক বন্দ্যোপাধ্যায় এবং সতীনাথ ভাদুড়ীর তয়েকটি নির্বাচিত উপন্যাস বিশ্লেষণ করে পরীক্ষা করা হয়েছে।
বাস্তবতা ও বাংলা উপন্যাস
কার্তিক লাহিড়ী
প্রথম সংস্করণ: ১৯৭৪
প্রকাশক : প্রশান্ত ভট্টাচার্য 
সারস্বত লাইব্রেরী, ২০৬, বিধান সরণী
কলিকাতা ৭০০০০৬
দাম: ১০.০০ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	