Summary
									Book Details
							Summary
					দিবারাত্রির কাব্য আমার একুশ বছর বয়সের রচনা। শুধু প্রেমকে ভিত্তি করে বই লেখার সাহস ওই বয়সেই থাকে। কয়েক বছর তাকে তোলা ছিল। অনেক পরিবর্তন করে গত বছর (১৩৪১ বঙ্গাব্দ) বঙ্গশ্রীতে প্রকাশ করি।
দিবারাত্রির কাব্য পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানা খাপছাড়া, অস্বাভাবিকÑ তখন মনে রাখতে হবে এটি গল্পেও নয় উপন্যানও নয়, রূপক কাহিনী। রূপকের একটা নূতন রূপ। একটু চিন্তা করলেই বোঝা যাবে বস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতগুলি অনুভূতি যা দাঁড়ায় সেইগুলি কেউ মানুসের নয়, মানুষের চৎড়লবপঃরড়হ- মানুষের এক টুকরো মানসিক অংশ।
Book Details
					দিবারাত্রির কাব্য
মানিক বন্দ্যোপাধ্যায়
লেখাপড়া- কলিকাতা-৭৩
প্রথম প্রকাশ : বৈশাখ ১৩
প্রকাশক : রাখাল সেন, ১৮ বি, শ্যামাচরণ দে স্ট্রীটি
কলিকাতা-৭৩
মূল্য : ২০.০০ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	