Summary
									Book Details
							Summary
					ইংরেজীতে এই প্রবন্ধগুরি শ্রীঅরবিন্দ লিখিয়াছিলেন তাঁহার যৌবনকালে, যখন তিনি সবে ইউরোপ হইতে ফিরিয়া আসিয়া বরোদায় চাকরিতে নিযুক্ত আছে। বাংলা-সাহিত্য ভাল করিয়া পড়িতে এবং বুঝিতে তখনই তিনি প্রথম শিখিয়াছিলেন। সেই সময়ে এই প্রবন্ধগুলি বোম্বাইয়ের ‘ইন্দুপ্রকাশ’ নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হইয়াছিল (১৮৯৪ সনে ১৬ ই জুলাই হইতে ২৭ শে আগষ্টের মধ্যে)। তখন নিজের নামটি তিনি প্রকাশ করেন নাই, “জনৈক বাঙালী” শিরোনামায় প্রবন্ধগুরি প্রকাশিত হইয়াছিল। বহু বছর পরে তাঁহার নিজের নামে এগুলি প্রথম পুনঃপ্রকাশ করা হইয়াছে।
Book Details
					শ্রীঅরবিন্দ
বঙ্কিমচন্দ্র
প্রকাশক : শ্রীঅরবিন্দ আশ্রম
পন্ডিচেরী
প্রথম মুদ্রণ : ১লা জানুয়ারি ১৯৫৭ 
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	