Summary
									Book Details
							Summary
					মহৎ শিল্পী মাত্রেই আমাদের রসবোধ ও উপভোগের প্রসার ঘটান তাই নয় বরং, যেমন এক পত্রে ওয়র্ডসওয়র্থ জানিয়েছিলেন, তাঁদের সৃষ্টির মধ্যেই এক নতুন বিচারেরও দিগদর্শন পাওয়া যাবে। কবি শ্রীঅরবিন্দের পরিচয় আমরা লাভ করবো কি উপায়? শ্রীঅরবিন্দকে দিয়েই আমরা শ্রীঅরবিন্দকে চিনবো। অর্থাৎ যে মনন, সিসৃক্ষা, জীবনায়নের ছন্দোময় প্রকাশ ও কাব্যের- বিশেষ করে তাঁর উত্তরকাব্যের মর্মবাণী- ও কাব্যবিচারের যে ধারা তাঁর পত্রাবলী ও সাহিত্য-সমালোচনায় বিবৃত তা হৃদয়ঙ্গম করতে পারলে শ্রীঅরবিন্দের কাব্য পরিচয় হয়তো কিছুটা সহজ হবে।
Book Details
					শ্রীঅরবিন্দের কবিক্রতু
শিশিরকুমার ঘোষ
কবি ও কবিতা : শ্রীঅরবিন্দ সংখ্যা
প্রকাশকাল : জুলাই, সেপ্টেম্বর-১৯৭২
শ্রীঅরবিন্দের কবিক্রতু
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	