গ্রেবিয়েল পেরীকে জার্মান ফ্যাসিস্ট কর্তৃপক্ষ প্যারিতে ১৫ই ডিসেম্বর ১৯৪১ সালে জেলবন্দি অবস্থায় খুন করে। এই বইটিকে পেরীর জীবন ও রাজনৈতিক দর্শন হিসেবে গণ্য করা যেতে পারে। জেলবন্দি জীবনের শেষ দিকে পেরী এই আত্মজীবনী লেখেন এবং জেল থেকে গোপনে বাইরে আনা হয়।…
ফরাসি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভ্য ছিলেন পেরী। বহু বছর ধরে চেম্বার অব ডেপুটিজ এর সদস্য এবং এর বিদেশবিষয়ক কমিশনের সহসভাপতি ছিলেন। তিনি ছিলেন সাংবাদিক, ফরাসি কমিউনিস্ট পার্টির মুখপাত্র ‘লুম্যানিতি’র বিদেশ বিষয়ক সম্পাদক। জার্মান অধিকৃত ফ্রান্সের অন্যতম শহীদ তিনি। তার মতো আরও অনেকেই জেলবন্দি অবস্থায় ফ্যাসিস্ট ঘাতকদের দ্বারা খুন হন, এর মধ্যে আছেন শ্রমিক নেতারা, প্রখ্যাত লেখকরা এবং বুদ্ধিজীবীরা। আর কমিউনিস্টদের মধ্যে বন্দি অবস্থায় খুন হয়েছিলেন পিয়ের সের্মাত- রেল মজদুর সঙ্ঘের নেতা এবং কমিউনিস্ট পার্টির পূর্বতন সম্পাদক, লুসিয়েন সামপেই- ফরাসি কমিউনিস্ট পার্টির মুখপত্র লুম্যানিতির নির্বাহী সম্পাদক, জরজি কোলাইজর, দার্শনিক, মার্ক্সীয় তাত্ত্বিক ও সুলেখক এবং জ্যাকুই দেফার- সুলেখক, কমিউনিস্ট পার্টির গোপন প্রকাশনার সম্পাদক।
রাত প্রভাতের গান
গেব্রিয়েল পেরী
সম্পা : সুবীর চৌধুরী
প্রকাশক : রেণুকা সাহা। ২০ কেশবচন্দ্র সেন স্ট্রীট। কলিকাতা ৭০০০০৯
প্রথম সংস্করণ ১৯৫৩
মূল্য : ১০ টাকা