১৯৬৬ সালে কিউবায় ফিরে আসেন এবং হ্যাভানা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। তাকে অসংখ্য অপ্রকাশিত দলিল-পত্রাদি পড়তে সুযোগ দেয়া হয়, কিউবা বিপ্লবে অংশগ্রহণকারীদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করেন, অনেক সময় তিনি ফিডেল ক্যাস্ট্রোর সংস্পর্শে অতিবাহিত করেন এবং ১৯৬৭ সালের জানুয়ারি মাসে হ্যাভানাতে Revolution in the Revolution? প্রকাশ করেন। ১৯৬৭ সালের এপ্রিল মাসে তখনকার নব প্রতিষ্ঠিত গেরিলা ঘাঁটিগুলো সম্পর্কে রিপোর্ট লেখার জন্য মেক্সিকোর সাপ্তাহিক পত্রিকা Succsos এবং মাসপারোর Paris, publishing House-এর প্রতিনিধি হিসেবে দেবরে বলিভিয়ায় গমন করেন। তিনি যখন স্বনামে এবং বেসামরিক পোষাকে ভ্রমণ করছিলেন তখন বলিভিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে বলিভিয়ায় সক্রিয় হয়ে ওঠা গেরিলা বিদ্রোহীদের সাহায্য করার জন্য অভিযুক্ত করা হয়। এইসব গেরিলারা ক্যাস্ট্রোর প্রাক্তন সহচর ও বিশ্বাসভাজন Earnesto Che Guevara কর্তৃক পরিচালিত হচ্ছিল বলে মনে করা হতো। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তি কর্তৃক ক্ষমা প্রদর্শনের আবেদন জানানো সত্ত্বেও দেবরেকে ত্রিশ বছরের কারাদন্ড দেয়া হয়।
বিপ্লবের মাঝে বিপ্লব
রেজিস দেবরে
অনুবাদ : বলবীর মজলিস
প্রকাশক : কাজী ফারুক
বর্ণবীথি প্রকাশন, ৩/৩ বি, পুরানা পল্টন, ঢাকা-২
প্রকাশকাল : ফাল্গুন, ১৩৭৯
মূল্য : দুই টাকা পঁচিশ পয়সা