ইতিহাস তো শুরু বহু যুগের ওপার হতে, যদিও তার প্রতিটি মাইল স্টোনই গুরুত্বপূর্ণ। অথবা, দার্শনিক চার্নিসেভয়স্কির ভাষায় বলতে পারিঃ ইতিহাস চলে মন্থর ভাবে; কিন্তু তার এই চলা সম্ভব হয় এক একটা উচ্চ লম্ফনের মাধ্যমে।
এই উক্তিরই আরো বিশদ ব্যাখ্যায় বলতে পারি, এক একটি ঐতিহাসিক উচ্চ লম্ফন এক একটি বিপ্লবের সামিল। কল্পকথাও নয়, গল্পকগাথাও নয়, শতাব্দরি অনাচারে-অবিচারে যত জজ্ঞাল এসে জমেছিল, তাদের জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিচ্ছে ইতিহাসের এমন এক একটি রুদ্র রোষ।
ঘটনা ঘটেচ যায়। আমরা অনেক পরে তার মূল্যায়ন করতে বসি। কিন্তু নিক্তির ওজনে মাপতে গিয়ে অনেক সময়ই বিস্মিত বেদনায় ভাবিÑ কত অন্তর্জ্বাঅরায সেই মুহূতেৃ হয়তো মেহের আলীর মত বিকট চিৎকার করে জানিয়ে দেইঃ সব ঝুটা হ্যায়!…
রেজি দ্যব্রে
শেখর সেনগুপ্ত
প্রথম প্রকাশ : মে ১৯৭১
প্রকাশক : কল্যাণব্রত দত্ত, তুলি-কলম
১, কলেজ রো, কলকাতা-৯
মূল্য : ৫ টাকা