Summary
									Book Details
							Summary
					আমি যখন খুব ছোট ছিলাম তখন সন্ধাবেলায় খোলা জানালায় বসে থাকতে ভালোবাসতাম, ভালোবাসতাম প্রতিবেশীদের ঘুমিয়ে পড়ার সাড়াশব্দটুকু কান পেতে শুনতে। ঘরের ভেতর আলো জ্বলে উঠতো, বাসন-কোসনের টুং-টাং শব্দ তুলে মা এদিক চলাফেরা করতেনÑ আর বাইরে ছড়িয়ে থাকত নিথর প্রশান্তি।
আর আজও আমি বসে আছি জানারার ধারে। জানলার তাকে রয়েছে জিরানিয়ামের ফুলদানী, পাতাগুলি ফুটো, কাঁধের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে জানালার পর্দাটা। রাস্তার পাল্লাগুলো বন্ধ করছেন একটা লাঠি দিয়ে।…
Book Details
					সের্গেই আন্তোনভ
বসন্ত
পাঁচটি গল্প
১। বসস্ত
২। প্রভাত
৩। লোনা
৪। বর্ষা
৫। নীনা ক্রাভৃসোভা
বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশনালয় 
মস্কো
অনুবাদ: শেফালি নন্দী ও ছবি বসু
প্রকাশকাল : ১৯৫৪
দাম : ১ টাকা ৫০ পয়সা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	