মুক্তি সংগ্রামের বীরযোদ্ধা, অসামান্য দেশপ্রেমিক সতীন সেনের জীবনী কোনো পরিচয়েরই অপেক্ষা রাখেনা, কোনো ভূমিকাও ইহার পক্ষে নিষ্প্রয়োজন। কারণ, সতীন সেনের জীবন তাঁহার নিজেরই তপস্যার আলোকে উদ্ভাসিত, ত্যাগ ও সংগ্রাম-কুশলতার জন্য কীর্ত্তিত। নানা কর্মের ক্ষেত্রে নানা সময়ে দেশমাতৃকার এই সুসন্তানকে দেখিয়াছি- দেখিয়া মুগ্ধ না হইয়া পারি নাই। সেই জন্যই তাঁহার এই চরিত গ্রন্থের ক্ষুদ্র প্রাক্-ভাষণটি লিখিতে অগ্রসর হইয়াছি।
সতীন বাবুর সমগ্র জীবন সংগ্রামময়-ত্যাগ-তিতীক্ষাময়। কিন্তু এ সংগ্রাম ও ত্যাগ-তিতীক্ষা তিনি বরণ করিয়াছেন গান্ধীজীর মহান আদর্শে অনুপ্রাণি তহইয়াÑতাঁহার একনিষ্ঠ অনুগামীরূপে। মুক্তি ও মানবকল্যাণের জন্য, সত্যধর্ম অর্জনের জন্য তাই তিনি এমন অকুতোভয় হইতে পারিয়াছিলেন। সত্যনিষ্ঠ ও গভীর মানবিকতাবোধ সতীন সেনকে পাকিস্তান ছাড়িতে দেয় নাই। দুর্গত মানবের কল্যাণ সাধনে, মুক্তির সাধনাকে জয়যুক্ত করিতে তিল তিল করিয়া তিনি আত্মাহুতি প্রদান করেন।
দেশের দিকে দিকে আজ উন্নয়নের সাড়া পড়িয়া গিয়াছে। এ সময়ে সতীন সেনের ত্যাগ পূত জীবনের আদর্শ বড় মূল্যবান, বড় কল্যাণকর। আজিকার দিনের তরুণগণ এই মহাপ্রাণ দেশ সেবকের চরিত কথা আলোচনা করুক, তাঁহার তপস্যার আলোকে পথ দেখিয়া নিক, ইহাই আমার আন্তরিক কামনা।…
বিধান চন্দ্র রায়
কলিকাতা ১৭/১২/১৯৫৬
মৃত্যুঞ্জয়ী সতীন সেন
শ্রীআশুতোষ মুখোপাধ্যায়
প্রকাশনা : শ্রীআশুতোষ মুখোপাধ্যায়,
বি এল ৬৪-এ, ধর্ম্মতলা ষ্ট্রীট, কলিকাতা-১৩
প্রথম প্রকাশ : ৩ রা পৌষ ১৩৬৩
দাম : ৩ টাকা