Summary
									Book Details
							Summary
					সরলার পায়ে সব সময় মল থাকে। মল বাজাইয়া হাঁটে সরলাÑ ঝমর ঝমর। চুপি চুপি নিঃশব্দেহাঁটিবার দরকার হইলেও মল সরলা খুলিয়া ফেলে না, উপরের দিকে ঠেলিয়া তুলিয়া শক্ত করিয়া পায়ের মাংসপেশীতে আটকাইয়া দেয়Ñ মল আর বাজে না। প্রথম প্রথম শম্ভু এ খবর রাখিত না, ভাবিত বৌ আশে পাশে আসিয়া পৌঁছানোর আগে আসিবে মলের আওয়াজের সঙ্কেতÑ পিছন হইতে মোটর আসিবার আগে যেমন হর্ণের শব্দ আসে। কবার বিপদে পড়িয়া বৌ-এর মলের উপর শম্ভুর নির্ভর টুটিয়া গিয়াছে।…
Book Details
					বৌ
মানিক বন্দোপাধ্যায়
প্রথম প্রকাশ আগস্ট-১৯৬৫ 
মূল্য : তিন টাকা পঁচিশ পয়সা
প্রকাশক : আনন্দ পাবলিশার্স পক্ষে 
এস, এম, আহম্মদ কর্তৃক প্রকাশিত, নারিন্দা, ঢাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	