লেনিনের গ্রন্থাবলীর বায়লা অনুবাদ যত হয় ততই আনন্দের কথা। বিশেষ করে কাউটস্কি সম্বন্ধে লেনিনের এই পুস্তিকার অনুবাদের খুবই প্রয়োজন রয়েছে।
কাউটস্কির সম্প্রতি অতিবৃদ্ধ বয়সে মারা গেছেন। বহুকাল ধরে তিনি মার্কসবেত্তাদের শিরোমণি বলে পরিচিত ছিলেন। কিন্তু ১৮১৪-১৮ সালের মহাযুদ্ধের সময় এই বিরাট প-িতের পদস্খলন ঘটল। যুদ্ধকে তিনি সমর্থন করলেন, নিজের দেশের পুঁজিদারদের স্বার্থ যে সাম্যবাধী আন্দোলনের পরম হানিকর তা বুঝতে চাইলেন না।
লেনিন কখনও বিপথগামীকে ক্ষমা করার মত নির্বোধ ঔদার্য্যে দেখাতে রাজী ছিলেন না। তাই কাউটস্কি বিরুদ্ধে নির্দ্দয়ভাবে প্রচার চালাতে তিনি কুণ্ঠিত হন নি।
সর্ব্বহারা বিপ্লব ও দলত্যাগী কাউটস্কি
(সুধী প্রধান কর্তৃক অনূদিত)
নিকোলাই লেনিন
প্রকাশক : শ্রীপ্রফুল্ল রায়
অগ্রণী বুক ক্লাব, ৭ বি যুগীপাড়া বাই লেন,
কলিকাতা
প্রথম সংস্করণ : মার্চ ১৯৪১
দাম : উল্লেখ নাই