Summary
Book Details
Summary
ভ্লাদিমির ইলিচ লেনিন…
পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখনে লোকে এই নামটি জানে না।
১৯১৭ সালের অক্টোবর মাসে রাশিয়ারজনগণ লেনিনের নেতৃত্বে বিপ্লব ঘটালÑ স্থাপন করল পৃথিবীর প্রথম সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র।
ভøাদিমির ইলিচ লেনিনের জীবন এবং কর্ম বিরাট, বিপুল। তাঁর সুমহান কর্মযজ্ঞের পূর্ণ বিবরণ একখানা বইয়ে তুলে ধরা সম্ভব নয়।
এই কাহিনী-সংকলনে তাঁর জীবনের মাত্র কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দেওয়া হল। আমরা আশা রাখি যে, বিদেশে কিশোর-কিশোরী পাঠক-পাঠকারা খুবই আগ্রহ সহকারেই বইখানা পড়বে। তাদের কাছ থেকে চিঠি পেলে আমরা আনন্দিত হব।
আমাদের ঠিকানা: ‘প্রগতি’ প্রকাশন, মস্কো, সোভিয়েত ইউনিয়ন।
Book Details
স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা
কিশোরদের জন্য লেনিন কথা
প্রগতি প্রকাশন, মস্কো
২১, জুবোভস্কি বুলভার
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
অনুবাদ : বিষ্ণু মুখোপাধ্যায়