পূর্ব পাকিস্তান সরকার ১৯৬৪ সালে বায়লা একাডেমীকে পাকিস্তান আন্দোলনে আমাদের সাহিত্যর ভূমিকা দিকটি তুলে ধরার উদ্দেশ্যে একখানি সংকলন তৈরীর জন্য একটি বিশেষ সাহায্য মঞ্জুর করেন। বর্তমান সংকলনখানি উল্লিখিত পরিকল্পনার ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে।
সংকলনখানিকে আমরা প্রবন্ধ, আলোচনা এবং কবিতা হিসাবে তিনটি ভাগে বিভক্তি করেছি।প্রথম ভাগের দুটো রচনায় পাকিস্তান সৃষ্টির পটভূমি এবং সাহিত্যেআত্মনিয়ন্ত্রণাধিকারের বিষয় আলোচনা করা হয়েছে। এ রচনা দুটো পাকিস্তানোত্তর কালের। কিন্তু অপর রচনাগুলো পাকিস্তার পূর্বকালে পাকিস্তান আন্দোলনের বিষয়ে রচিত এবং প্রকাশিত। পুরাতন পত্রিকাদি থেকে এ সমস্ত রচনা সংকলন করা হয়েছে।
পাকিস্তান আন্দোলন ও মুসলিম সাহিত্য
সম্পাদনা : সরদার ফজলুল করিম
অধ্যক্ষ, সংস্কৃতি বিভাগ, বাংলা একাডেমী
প্রকাশনায় : ফজলে রাব্বি,
প্রকাশনাধ্যক্ষ
বাংলা একাডেমী
ঢাকা-২
প্রথম প্রকাশ : চৈত্র, ১৩৭৪
মার্চ, ১৯৬৮
দাম : পাঁচ টাকা