ছেলেবেলায় স্কুলপাঠ্য ইতিহাসে প্রথম পড়ি ‘সিপাহী বিদ্রোহের’ কথা। শুয়োর ও গরুর চর্বি মাখানো টোটার প্রশ্ন নিয়ে ধর্মান্ধ সিপাইদের হিংস্র, নিষ্ঠুর রক্তারক্তির এক বিভীষিকাময় কাহিনী। সা¤্রাজ্যবাদ যেভাবে শেখাতে চেয়েছিল, যতটুকু শেখাতে চেয়েছিল, সেই ভাবেই এবং ততটুকুই শিখেছিলাম, তার বেশী নয়।
আজ বড় হয়েছি। এ শুধু ব্যক্তির কথা নয়, জাতির ক্ষেত্রেও তাই জাতি আজ স্বাধীন। মুক্ত জাতির মুক্ত নিয়েই আজ আমাদের শেখানো হয়েছিল, তাই কি সত্যি? ১৮৫৭ কি শুধু সিপাইদের একটি বিশেষ রকমের টোটার বিরুদ্ধে অসন্তোষের প্রকাশ? তার উপলক্ষ্য নিয়ে কি অসন্তুষ্ট সামন্ত নৃপতিগণই তাঁদের হৃতশক্তি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। টোটার সংঘর্ষে যে শিখার সৃষ্টি, সে কি শুধু সিপাইদের টোটা আর সামন্ত নৃপতিদের ইচ্চা অনিচ্ছার মধ্যেই সীমাবদ্ধ?…
মহা বিদ্রোহের কাহিনী
সত্যেন সেন
প্রথম প্রকাশ : ১৩৬৫
আগামীকাল প্রকাশনী
প্রকাশনা : এম, আবদুল হক, প্রকাশ ভবন
৫, বাংলাবাজার, ঢাকা-১
দাম : আট টাকা