পৃথিবীর সর্বত্র কোটি কোটি লোকের নিকট লেনিনের নাম আজ পরিচিত মেহনতী জনসাধারণের মুক্তি সংগ্রামের নেতা হিসেবে। আমাদের দেশেও বহু লোক আছেন যাঁরা লেনিনকে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হিসেবে জানেন। কিন্তু তাঁর পক্ষে এটুকু পরিচয়ই যথেষ্ট নয়। তিনি ছিলেন সারা বিশ্বেরশ্রমিক শ্রেণী, নিপীড়িত দেশ ও জাতি সমূহ এবং সমাজের প্রত্যেটি নিপীড়িত শ্রেণীও অংশের মুক্তিসংগ্রামের নেতা। তিনি কেবলমাত্র একটি মহান ও উন্নত মতবাদ প্রচারই করেন নাই তা কার্যকরী করার মত একটি সমাজ ব্যবস্থাও প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি বাস্তবে প্রমাণিত করেছেন যে সমাজতান্ত্রিক সমাজ কোন স্বপ্নচারীর কাল্পনা বিলাস মাত্র নয়; এ এমন একটি সমাজ যেখানে কোন রকম শোষণ ও নিপীড়নের স্থান নেই: যেখানে প্রত্যাকটি লোকের আত্মবিকাশের অফুরন্ত সুযোগ রয়েছে; যেখান থেকে অভাব, অশিক্ষা, ও দারিদ্র্য চিরতরে বিদায় নিতে প্রাকৃতিক শক্তির উপর নির্ভরতা পরিহার করতে পারে।
অমর লেনিন
সম্পাদনা : শহীদুল্লা কায়সার
মহনে লেনিনের জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত
প্রকাশকাল : জানুয়ারী ১৯৭০
প্রকাশক : শহীদুল্লা কায়সার
সাধারণ সম্পাদক- লেনিন জন্ম শতবার্ষিকী কমিটি,
পূর্ব পাকিস্তান
১৬/এ জিন্নাহ এভিনিউ, ঢাকা
দাম : ষাট পয়সা