আবদুল গফফার খান বা বাবাদশা খানের চিরসংগ্রাশী জীবন-কাহিনী শুধু সীমান্ত প্রদেশের পাঠান জাতির নয়, আমাদের এই সমগ্র উপমহাদেরশের জনসাধারণের এক মহৎ উত্তরাধিকার। দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা এই ফুলের মত কোমল-প্রাণ মানুষটিকে বজ্রের মত দৃঢ় ও অনমনীয় সংগ্রামীতে পরিণত করেছিল। তাঁর সেই সংগ্রামের আজোও শেষ হয় নি। স্বাধীনতা লাভের পরেও সীমান্ত প্রদেশের পাঠান জাতি আজো স্বৈরাচারের দুর্বিসহ অত্যাচারের শিকার হয়ে চলেছে। তাদের প্রিয় নেতা, তাদের প্রাণের মানুষ বাদশা খান কারাপ্রকোষ্ঠের অন্ধকারে তাঁর জরাজীর্ণ জীবনের শেষ দিনগুলোকে ক্ষয় করে চলেছেন।
তার এই কঠিনতর সংগ্রামের ইতিহাস এই বইয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।…
সীমান্ত সূর্য আবদুল গফফার খান
সত্যেন সেন
প্রকাশকাল : আষাঢ় ১৩৮৩
প্রকাশকাল জুলাই ১৯৭৬
প্রকাশক : এম. এ. আলীম
কালিকলম প্রকাশনী,
৩৪ বাংলাবাজার,
ঢাকা-১
মূল্য : ২০ টাকা মাত্র