Summary
									Book Details
							Summary
					আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ভেতরে ঘাটের দশকের গোড়া থেকে আদর্শগত নানা প্রশ্নে যেসব বিতর্ক চলে আসছিল, ১৯৭২ সালের মে মাসে বাংলাদেশ ওয়ার্কঅর্স পার্টির প্রতিষ্ঠার সময়েই [তখন পার্টির নাম ছিল ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী)] তার সার্বিক মূল্যায়ন করা হয় এবং সেই মূল্যায়নের ভিত্তিতে আদর্শগত বিতর্কের মূল বিষয়টি সম্পূর্ণ পার্টির মৌলিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হয় 
পরবর্তীকালে পার্টি প্রথম কংগ্রেস (১৯৭৪) এবং খুলনা কংগ্রেসে (১৯৭৮) গৃহীত মূল দলিলে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের মধ্যকার আদর্শগত বিতর্কের নানা ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গীই আরো দৃঢ়, সুস্পষ্ট ওদ্ব্যর্থহীনভাবে তুলে ধরা হয়।
Book Details
					কমিউনিস্ট আন্দোলনের আদর্শগত বিকর্ত প্রসঙ্গে
অমল সেন
প্রকাশকাল: ১২ই জুন ১৯৮৫
প্রকাশক: হিমালয় পাবলিশার্স
মূল্য : সাদা : তেত্রিশ টাকা 
নিউজ : ছাব্বিশ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	