তখন ভোর হয় হয়। প্রায় পাঁচটা।
পুলিশ ঘিরে ফেলেছে একটা বাড়ীর চতুর্দিকে। ওরা গ্রোপ্তারের পরোয়ানা নিয়ে হাজির হয়েছে। এ তারই প্রস্তুতি পর্ব। এই পুলিশ বাহিনী পরিচালনা করে এসেছে পুলিশ সুশারিন্টেনডেন্ট মিঃ ক্রেগান আরও একজন ইংরাজ অফিসার- মিঃ ক্লার্ক। ওদের হায়েনা চোখ এখন থেকেই সতর্ক: যেন এই বাড়ী হতে কেউ বের হয়ে আসতে না পারে, পালিয়ে না যায়। সাধ্য কি বিটিশ পুলিশ ব্যুহ ভেদ করে একটি মক্ষিকাও যেন উড়ে না পালায় এমন সর্তকতা ওদের । 
কিন্তু কেন এই সতর্ককা? কাকে গ্রেপ্তার করবার জন্য ওদের এমন নিখুঁত ব্যুহ রচনা? কে সে? 
আটচল্লিশ নম্বর গ্রে ষ্ট্রিটের বাড়ী। 
গ্রেপ্তার করতে এসেছে বৃটিশ পুলিশবাহিনী। এই বাড়ীরই বিশেষ একজনকে। 
এবার পুলিশ বাহিনীর একটা অংশ এগিয়ে চলে বাড়ীটার উদ্দেশ্যে।
বিপ্লবী যুগে যুগে 
শ্রীমতী অমিতা দেবী
প্রকাশক : হরেন্দ্রনাথ রায় 
১৮, রজনী গুপ্ত রো. কলিকাতা-৯
প্রকাশকাল : শুভ রথযাত্রা ১৩৯৫
মূল্য : আঠারো টাকা মাত্র
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	