হযরত মোহাম্মদ (সঃ) ৬৩২ খৃষ্টাব্দে ইন্তেকাল করেন। সপ্তম শতাব্দীর মধ্যভাগে হযরত ওমরের শাসনামলে আজারবাইজান এবং দাগেস্তানে ইসলাম প্রচার শুরু হয়। অষ্টম শতাব্ধীর মধ্যে ইসলাম ধর্ম সমগ্র মধ্য এশিয়া এবং কাস্পিান সাগরের পশ্চিম তীরে ছড়িয়ে পড়ে। তার পূর্বে একে একে জরোসষ্ট্রায়, বৌদ্ধ, খৃষ্ট্রীয় প্রভৃতি নানা ধর্ম উক্ত অঞ্চলে প্রবেশ করেছিল। নানা যাযাবর জাতি কর্তৃক আক্রান্তও হয়েছে ঐ আঞ্চল। ইসলাম ধর্ম বিস্তৃতিলাভের পর মঙ্গোল নেতা চেঙ্গিস খাঁ (দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী) এবং তা উত্তরাধিকারীগণ সমগ্র মধ্য এশিয়া এবং ইউরোপের কিয়দংশ ছারখার করে। মস্কো শহর দুবার ওদের দ্বারা অধিকৃত হয়। প্রথমবারদখল করে চেঙ্গিস খাঁর জনৈক সেনাপতি। দ্বিতীয়বার দখল করে চেঙ্গিস খাঁর গোত্রভুক্ত ইসলাম ধর্মে দীক্ষিত তৈমুর লঙ্গ।
সোভিয়েত দেশে মুসলিম জীবন
আবু জাফর শামসুদ্দীন
প্রকাশকাল : ফাল্গুন ১৩৯২, ফেব্রুয়ারী ১৯৮৬
প্রকাশক : মফিদুল হক, জাতীয় সাহিত্য প্রকাশনী, ১০
পুরানা পল্টন, ঢাকা-২
দাম : বিশ টাকা