Summary
									Book Details
							Summary
					মৃত্যু অনেক
রাস্তায় বডডো ধূলো। আমি বললাম।
একঝাঁক বাতাসের সঙ্গে ধূলোবালি উড়তে লাগলো আবার।
কতক্ষণ এসেছে। জবাব না পেয়ে আবারও বললাম।
হুঁ।
চলো না, রাস্তাটুকু হেঁটেই যাই।
না, যে ধূলো। বাসায় ফিরতে দেরি হবে আমার।
তুমি যে কি বলো সেলিম, এতোটা রাস্তা হেঁটে যাবো? বাসায় ফিরতে দেরি হবে না? সময় বেশি ললাগবে। বাড়ীতে আমার বাবলু এতোক্ষণে কি যে করছে! না, না, তুমি বরং একটা রিকশা ডাকো। না, বাসায় ফিরতে দেরি হবে। রিকশা ডাকো। মন খারাপ করো না সেলিম। বাড়িতে বাবলু আমার জন্য ছটফট করছে তুমি তো জানো ।
Book Details
					বহে না সুবাতাস
জ্যোতিপ্রকাশ দত্ত
সাহিত্যশিল্প প্রকাশিত
বইঘর, চট্টগ্রাম, ঢাকা পরিবেশিত
প্রকাশক : সাবরো খাতুন, সাহিত্যশিল্প, ১০২/ক দীননাথ সেন রোড, ঢাকা-৪
প্রথম সংস্করণ : অক্টোবর ১৯৬৭
মূল্য : ৩ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	