ইতিহাসের চেয়ে বিচিত্র উপন্যাস আর নেই। কতো সাম্রাজ্যের উত্থানপতন, কতো নৃশংস হত্যা আর গৌরবময় আত্মত্যাগ, কতো রোমঞ্চকর ঘটনা।
ভারতবর্ষের ইতিহাসে বিষ্ণুপুর অধ্যায় বোধহয় সবচেয়ে চমকপ্রদ। মল্লভূমের রাজধানী বন-বিষ্ণপুরের ইতিহাস। মানবূম, বীরভূম, শূরভূম, সেনভূম, সামন্তভূম,শিখরভূম ও তুঙ্গভূম- এই আটটি রাজ্য নিয়ে গঠিত হয়েছিলো সেদিনের মল্লভূম সা¤্রাজ্য, আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আদিমল্ল রঘুনাথ। তারপর যুগ যুগ ধরে রাজত্ব করে এসেছেন মল্লবংশের রাজারা। এই বংশেরই ঊনবিংশতিতম রাজা জগৎমল্ল প্রদ্যুৎপুর থেকে রাজধানী সরিয়ে আনলেন বিষ্ণুপুরে। একদিকে খর¯্রােত দামোদর আর অন্যদিকে গভীর শালবন, যেন প্রকৃতিই এ রাজ্যকে দুর্গে পরিণত করে রেখেছিল বহু শতাব্দী ধরে। দিল্লীর সিংহাসনে পাঠান শক্তির অবসান ঘটেছে, অভ্যুত্থান হয়েছে মোগলশক্তির; কত যুদ্ধবিগ্রহ হিংসা হানাহানি, সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা হারিয়েছে, কিন্তু বিষ্ণুপুর রাজ্য সেদিন কোনো বিধর্মী নবাবের আনুগত্য স্বীকার করেনি। দিল্লীর কোনো বাদশঅহ, গৌড়ের কোনো সুবাদার নবাব কোনোদিন বিষ্ণুপুরের প্রকৃত স্বাধীনতা অপহরণের দুঃসাহস দেখায়নি।
লালবাঈ
রমাপদ চৌধুরী
প্রথম সংস্কারণ : ১লা বৈশাখ ১৩৬৩
প্রকাশক : গোপালদাস মজুমদার
ডি এম লাইব্রেরী
৪২ কনওয়ালিস স্ট্রীট
মূল্য : ছয় টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	