সাহিত্যের রস ও সাহিত্যের এই দুই লইয়া সাহিত্যের স্বরূপ। সাহিত্যের এই স্বরূপ সম্বন্ধে আমি আমার বিভিন্ন গ্রন্থে, আধুনিক পদ্ধতি অনুযায়ী যে সকল আলোচনা করিয়াছি তাহার এমন কয়েকটি এই পুস্তকে একত্র করিয়া দিলাম যেগুলি সাহিত্য-শিক্ষার্থী বাঙ্গালী পাঠক ও ছাত্রগণের কাজে লাগিতে পারে।
এই পুস্তকের তিনটি প্রবন্ধ নূতন- পূর্ব্বে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় নাই। ইহাদের মধ্যে ‘কবি ও কাব্য’-শীর্ষক প্রসঙ্গগুলির রচনা-ভঙ্গিও নূতন, কাব্যকথা’ নাম দিয়া একদা যে একখানি গ্রন্থ-প্রণয়নে প্রবৃত্ত হইয়াছিলাম, এগুলি তাহারই একটি অংশ। এই গ্রন্থ যদিও পরে আর সমাপ্ত হয় নাই, তথাপি এই চতুরঙ্গ-আলোচনাটিতে কবি ও কাব্যঘটিত কতকগুলি মূল প্রশ্নের সম্যক মীমাংসা আছে।
বাকি প্রবন্ধগুলি যে যে গ্রন্থ হইতে সঙ্কলন করিয়াছি সেই সেই গ্রন্থের প্রকাশক আমাকে এইরূপ উদ্ধৃত করিবার অনুমতি দিয়া কৃতজ্ঞতাপাশে বদ্ধ করিয়াছেন।
বাগনান, বি-এন-আর
রাস-পূর্ণিমা ১৩৫১
সাহিত্য-বিচার
মোহিতলাল মজুমদার
ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিঃ
৯৩, মহাত্ম গান্ধী রোড, কলিকাতা-৭
প্রকাশক : শ্রীজিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় বি. এ.
৮ সি, রামনাথ মজুমদার ষ্ট্রীট
কলিকাতা-৯
দ্বিতীয় সংস্কারণ : কার্তিক, ১৮৭৯
মূল্য : পাঁচ টাকা