Summary
Book Details
Summary
কি নামে তাকে ডাকি।
সেই যে একটি মেয়ে, অনিন্দ্য অনন্যা হয়ে উঠেছিল অকস্মাৎ নিজের নিভৃত বক্ষের প্রেমের হোমাগ্নিতে।
যার কথা বলতে চেয়েছি বহুবার কিন্তু বলতে পারিনি, কৃষ্ণকলি তারই নাম।
-প্রারম্ভ-
উঃ এত অন্ধকার কেন!
কোথায় ছিল এত অন্ধকার
এ তো শুধু অন্ধকার নয়, দুঃসহ শ্বাসরোধকারী এক অন্ধকার কারাগারে সে যেন বন্দিনী।
মুক্তি চাই। মুক্তি চাই।
সুমিতা! মুমিতা- তোর মুক্তি নেই।
বাকী জীবনটা ওরে অভাগিনী তোকে এই নিরন্ধ্র অন্ধকারের মধ্যেই মাথা খুঁড়ে মরতে হবে।
চলে গিয়েছি, সে চলে গিয়েছে- ঘৃণায় মুখ ফিরিয়ে সে চলে গিয়েছে।
আর সে ফিরবে না। কোনদিন নয়, কোনদিন নয়।
ওকি! কার পায়ের শব্দ! কে আসছে!
অশ্রুসিক্ত চোখ দুটি মুছে তাড়াতাড়ি ভূ’শয্যা ছেড়ে উঠে বসে সুমিতা।
Book Details
কৃষ্ণকলি নাম তার
নীহাররঞ্জন গুপ্ত
প্রকাশনা : এ. এ. মাওলা বুক ব্যাঙ্ক
২৮, মদন মোহন বসাক রোড. ঢাকা-১
প্রকাশকাল :
মূল্য : পাঁচ টাকা