প্রসঙ্গ কথা
প্রীতিভাজন সামীয়ূল ইসলাম দীর্ঘদিন বাংলা একাডেমীতে ফোকলোর ডিভিশনের কর্মরত আছেন। ফোকলোরের নানা জাতীয় উপাদান সংগ্রহ, সংগ্রহীত উপাদানগুলোর শ্রেণীবিন্যাসে ও রক্ষণাবেক্ষণে তিনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমান গ্রন্থটি তাঁর এই রূপ অভিজ্ঞতার একটি উল্লেখযোগ্য ফসল।
গ্রন্থর ভূমিকায় সামীয়ূল ইসলাম লোকসাহিত্যের প্রকৃতি; ভাষা, ধর্ম ও তার মটিফ, সংগ্রহ ইত্যাদি জটিল বিষয় নিয়ে আলেঅচনা করেছেন।এইসব আলোচনায় তাঁর নিজস্ব বক্তব্যের চেয়ে অপর পন্ডিতদের মতামতকেই তিনি তুলে ধরতে অধিক যতœশীল। উক্ত ভূমিকাংশেই তিনি ফোকলোরের প্রতিশব্দ নির্ণয়ে এক বিস্তারিত আলোচনার অবতারণঅ করেছেন। তাঁর এই আলোচনার প্রায় সর্বাশেই তিনি গ্রহণ করেছেন আমার “লোকলোর পরিচিতি ও লোকসাহিত্যের পঠন পাঠন” নামক গ্রন্থ থেকে। উক্ত গ্রন্থের ‘ফোকলোর বনাম লোকলোর’ প্রবন্ধে আমি বহু তথ্য ও যুক্তি তর্কের সাহায্যে ফোকলোর-এর বাংলা প্রতিশব্দ হিসাবে লোকলোর শব্দটি নিষ্পন্ন করেছি। সামীয়ূল ইসলাম প্রতিশব্দ হিসাবে ‘লোককৃতি’ শব্দটি দাঁড় করাতে প্রয়াস পেয়েছেন।
উত্তর বাংলার লোকসাহিত্য
[গান ও মেয়েলী গীত]
সামীয়ূল ইসলাম
প্রকাশিকা : বেগম আয়েশা ইসলাম
প্রথম প্রকাশ : ১২ই চৈত্র: ১৩৭৯
২৬ শে মার্চ, ১৯৭৩ ইং
দাম : ২২ টাকা পঞ্চাশ পয়সা মাত্র