এক
তিন বছর পরে দেখা।
না, ঠিক তিন বছর নয়, দু বছর, দশ মাস, বারোদিন। একদিন কমও নয়, বেশীও নয়Ñ বিভু একটি একটি করে দিন গুণে চলেছে। একটি দিনও তার হিসাব এড়িয়ে যেতে পারেনি।
বিকাল বেলা বিভু বাইরের ঘরে বসে একটা চিঠি লিখছিল। এমন সময় দুপদাপ করে তিন লাফে বারান্দাটা ডিংগিয়ে সামনে এসে দাঁড়াল। স্বভাবটা এখনও ঠিক তেমনি আছে। তেমনি অশান্ত, তেমনি দুর্নিবার। এসেই ঝট করে বিভুর হাতের চিঠিটা ছিনিয়ে নিয়ে বলল, এমন সুন্দর দিনে ঘরের কোণায় বসে কি করছ?
বিভু চমকে উঠে দাঁড়াল। সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অবশ্য মাস কয়েক আগে থেকেই দু-একজন করে রাজবন্ধীর মুক্তির খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু প্রবাল যে হঠাৎ এমন করে এসে পড়তে পারে, এ কথাটা বিশ্বাস করবার মত মনের জোর তার ছিল না।
মা
সত্যেন সেন
প্রকাশনায় : এম. এ. আলীম
স্বদেশী প্রকাশনী
ইস্পাহানী বিল্ডিং, ৩১/৩২ বাংলাবাজার, ঢাকা-১
প্রথশ প্রকাশ : পৌষ, ১৩৭৭ বাং
মূল্য : সাড়ে চার টাকা