Summary
Book Details
Summary
উজবেক লেখক শরাফ রসিদভের যা জীবন-ইতিহাস সেটা বর্তমান উজবেকিস্তানের অধিকাংশ শিক্ষিত সম্প্রদায়ের পক্ষেই খাটে। তার জন্ম দরিদ্র পরিবারে। এগার বছর বয়স থেকেই বাপের সঙ্গে খাটতে হত তাঁকে।
ছোট একটা গ্রাম জিজাক। ১৯১৭ সালের ৬ নভেম্বর সেখানে লেখকের জন্ম। সেখানকার বাসিন্দারা নানা উঞ্ছবৃত্তি করে দারিদ্র্যের মধ্যে জীবন কাটাত।
রসিদভের ছেলেবেলায় সবচেয়ে আনন্দের মুহূর্ত জড়িয়ে আছে তার মা-বাবার সাথে।
হাড়-ভাঙ্গা খাটতে হয় তাঁদের, সান্ত্বনা পেতেন তারা গানের মাধ্যমে।
শরাফ রসিদভ বলেন, একেবারে ছেলেবেলা থেকে বাবা আমাকে শিখিয়েছিলেন কাজ ভালোবাসতে, আর মা ভালোবাসতে শিখিয়েছিলেন গান।…
Book Details
বিজয়ী
শরাফ রসিদভ
অনুবাদ : কামাক্ষীপ্রসাদ চট্টোপাদ্যায়
সম্পাদনা : ননী ভৌমিক
প্রকাশক : বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়
মস্কো
প্রকাশকাল : ১৯৫১
মূল্য : উল্লেখ নাই
