১৪৮৮ সাল, কালিকট রাজ্য সেসময়ে মসলা ব্যবসার বড় কেন্দ্র ছিল। কালিকটের ব্যবসাকেন্দ্রে চীন, রোম, আরব সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আনাগোনা ছিল। কিন্তু আধিপত্য ছিল আরব বণিকদের।
…কালিকট বন্দরে আরবীয় বণিকদের উপস্থিতির খবর তারা সহজভাবে নেয় নি। প্রথম থেকেই পর্তুগীজরা যুদ্ধরংদেহী মনেভঙ্গী নিয়ে দক্ষিণ ভারতে উপস্থিত হয়।
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেসময় পরাধীন থাকলেও পশ্চিমঘাট পর্বতমালার নিরাপদ আড়ালে কয়েকটি ছোট ছোট স্বাধীন রাজ্য ছিল। কালিকট ছিল তাদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী। রাজা জামোরিন সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করতো। পর্তুগীজদের যুদ্ধংদেহী মনোভঙ্গী তাকে বিচলিত করে তুললেও তিনি কখনো পরাজয় স্বীকার করেন নি। বরং বারবার হওয়া আক্রমণ শৌর্যের সাথে ঠেকিয়ে দিতে পেরেছিলেন। কালিকটের মসলার বাণিজ্য থেকে সবচেয়ে বেশি মুনাফা লুটতো মিসরের বণিকরা। মিসরের সমৃদ্ধি প্রধানত এর উপর নির্ভরশীল ছিল। কালিকটের যুদ্ধে মিসর কামান দিয়ে অভূতপূর্ব সহযোগীতা করেছিল।…
মসলার যুদ্ধ
সত্যেন সেন
প্রথম প্রকাশ : ১৯৬৮
প্রকাশক : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
(স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ)
৭৪ ফরাসগঞ্জ, টাকা-১
দ্বিতীয় প্রকাশ : অক্টোবর ১৯৮০
মূল্য : নয় টাকা