Summary
									Book Details
							Summary
					জীবন ও যুদ্ধ বই ও লেখক প্রসঙ্গে
আমাদের প্রীতিভাজন বন্ধু শ্রীযুত অশ্বিনীকুমার পাল, এম. এ শুধু কবি নহেন, কথাসাহিত্যিক। তিনি ইতিপূর্বে ‘মরু-প্রদীপ’ নামক একখানা ছোট গল্পের বই লিখিয়া খ্যাতি-লাভ করিয়াছেন।
সম্প্রতি ‘জীবন যুদ্ধ’ নাম দিয়া যে, উপন্যাসখানি লিখিয়াছেন, তাহা পড়িতে বসিলে শেষ না করিয়া উঠা যায় না। 
এমন রোমাঞ্চকর উপন্যাস বহুদিন পড়ি নাই। 
উপন্যাসের ঘটনা আদৌ কাল্পনিক নহে।
…যুদ্ধ মানুষের জীবনকে কিভাবে বিব্রত, বিপন্ন, বিপর্য়স্ত করিয়াছিল- কয়েকটি চরিত্র অঙ্কণ করিয়া অশ্বিনী বাবু পাঠকের সামনে তুলিয়া ধরেছেন।…
শ্রীফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়
গুড ফ্রাইেড ১৯৪৬
ভারতবর্ষ কার্যালয় 
কলিকাতা
Book Details
					জীবন ও যুদ্ধ
শ্রীঅশ্বিনীকুমার পাল, এম. এ
প্রকাশক : শ্রীরাধারমণ চৌধুরী, বি. এ 
প্রকাশনা : প্রবর্ত্তক পাবলিশার্স
৬১ বহুবাজার ষ্ট্রীট, কলিকাতা
প্রকাশকাল : ১৯৪৬
মূল্য : তিন টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	